হোম > শিক্ষা

কুমিল্লা বোর্ডে স্থগিত এইচএসসি পরীক্ষা ১২ আগস্ট

আজকের পত্রিকা ডেস্ক­

ছবি: আজকের পত্রিকা

আকস্মিক প্রাকৃতিক দুর্যোগের কারণে গত ১০ জুলাই কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছিল। গতকাল ২০ জুলাই শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক রুনা নাসরিন নিশ্চিত করেছেন, স্থগিত হওয়া এই পরীক্ষাগুলো আগামী ১২ আগস্ট সকাল ১০টায় অনুষ্ঠিত হবে।

গত ৯ জুলাই কুমিল্লা বোর্ডের আওতাধীন জেলাগুলোতে, বিশেষ করে ফেনী, নোয়াখালী এবং এর আশপাশের এলাকায় হঠাৎ করে বন্যা পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটে। অপ্রত্যাশিতভাবে বন্যার পানি বৃদ্ধি পাওয়ায় শিক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছানো এবং নিরাপদে পরীক্ষা দেওয়া কঠিন হয়ে পড়ে। শিক্ষার্থীদের নিরাপত্তা এবং সুষ্ঠু পরীক্ষা নিশ্চিত করার লক্ষ্যে কুমিল্লা শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নেয়। ফলস্বরূপ, শুধু ১০ জুলাইয়ের জন্য নির্ধারিত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়।

স্থগিত হওয়া গুরুত্বপূর্ণ বিষয়গুলো হলো—পদার্থবিজ্ঞান প্রথম পত্র, হিসাববিজ্ঞান প্রথম পত্র এবং যুক্তিবিদ্যা প্রথম পত্র।

কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক রুনা নাসরিন স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, কুমিল্লা বোর্ডের অধীনস্থ জেলাগুলোতে বন্যা পরিস্থিতি ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ১০ জুলাইয়ের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়। স্থগিত পরীক্ষাটি আগামী ১২ আগস্ট সকাল ১০টায় অনুষ্ঠিত হবে।

গতকাল রোববার (২০ জুলাই) দুপুরে কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. শামছুল ইসলাম গণমাধ্যমকে জানান, কুমিল্লা বোর্ডের অধীনে থাকা ৬ জেলার (ফেনী, নোয়াখালী, চাঁদপুর, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা) এইচএসসির পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। কয়েকটিতে হঠাৎ বন্যা পরিস্থিতি অনতি হলে জরুরি সিদ্ধান্তে গত ১০ জুলাইয়ের পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক থাকায় স্থগিত হওয়া বিষয়গুলো আগামী ১২ আগস্ট সকাল ১০টায় অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পরীক্ষা নিয়ে স্কুলে মুখোমুখি শিক্ষক-অভিভাবকেরা

শাবিপ্রবির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ৮ ডিসেম্বর

ব্যাংকে ব্যবহৃত ১০টি ইংরেজি বাক্য: (পর্ব-১)

চীনের চংকিং বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ অর্থায়িত বৃত্তি

বিশ্ববিদ্যালয়ে ভর্তি: বাংলায় বাড়তি প্রস্তুতি চাই

সরকারি স্কুলে ভর্তির বয়স নিয়ে নতুন নির্দেশনা মাউশির

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে লাগাতার অবস্থানের ডাক

ঢাকা বিশ্ববিদ্যালয় খুলবে ২৮ ডিসেম্বর, অনলাইন ক্লাস বন্ধ হবে তার আগেই

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি: ৫ দফা দাবিতে ইডেনের শিক্ষার্থীদের বিক্ষোভ

ফোসেপ প্রকল্প : কেনাকাটায় হাতখোলা মাউশি