হোম > শিক্ষা

কুবিতে ১৩ বার মেধা তালিকা প্রকাশ করেও আসন ফাঁকা

কুবি প্রতিনিধি

ইউনিট ভেদে ৪ থেকে ১৩ বার মেধা তালিকা প্রকাশ করা হলেও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের এখনো ১৪ শতাংশ আসন ফাঁকা রয়েছে। আজ সোমবার কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির সভা শেষে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। 

খোঁজ নিয়ে জানা যায়, গত ২৭ মার্চ ২০২০-২১ শিক্ষাবর্ষের ক্লাস শুরুর সময় মোট ১ হাজার ৪০টি আসনের মধ্যে ৮৪টি ফাঁকা ছিল। তবে ভর্তি বাতিলসহ নানা কারণে এ, বি ও সি ইউনিটের বিভিন্ন বিভাগ মিলিয়ে বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে ১৪৩ আসনে। এর মধ্যে ‘বি’ ইউনিটে সর্বোচ্চ ১০২ এবং এ ও সি ইউনিটে যথাক্রমে ৩০ ও ১১টি আসন ফাঁকা রয়েছে। 

এদিকে শূন্য আসন পূরণে আগামী ৩০ মার্চ পর্যন্ত ভর্তি চালু রাখার কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে তারপরও আসন ফাঁকা থাকলে নতুন করে সভা ডেকে পরবর্তী সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য অধ্যাপক ড. হুমায়ুন কবির আজকের পত্রিকাকে বলেন, ‘আজকের ভর্তি পরীক্ষার সভায় আমরা আগামী ২৩ মার্চ থেকে ফাঁকা আসনগুলোতে শিক্ষার্থীদের ডাকার সিদ্ধান্ত নিয়েছি। এ ক্ষেত্রে যাদের ভাইভা হয়েছে তাদের বিষয় দেওয়া হবে এবং বাকিদের ভাইভার ব্যবস্থা করা হবে। ৩০ মার্চের মধ্যে ফাঁকা আসন পূরণের ব্যবস্থা করা হবে। যদি তারপরও না হয়, তাহলে ৩০ তারিখ আবার সভা ডেকে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’ 

‎জকসু নির্বাচন: ‎শিক্ষার্থীদের যাতায়াতের জন্য রুট প্ল্যান ঘোষণা

যে কারণে সন্তানদের ‘আবৃত্তি’ শেখাবেন

জকসু নির্বাচন: কাল ভোট, নিরাপত্তা জোরদার

প্রতিষ্ঠার ১৫ বছর পর বুটেক্সে প্রথম সমাবর্তন

মধ্য জানুয়ারির আগেই শিক্ষার্থীদের হাতে শতভাগ বই পৌঁছাবে: শিক্ষা উপদেষ্টা

সমুদ্রের বাতাসে স্বাস্থ্যের বার্তা

এআইইউবিতে সাইবার গেমিং ফেস্ট

নতুন বছরে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ভাবনা ও প্রত্যাশা

জ্ঞান, নৈতিকতা এবং উৎকর্ষের ধারায় তিন দশকের গৌরবময় অগ্রযাত্রা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রস্তুতি