রংপুর প্রতিনিধি
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) কলা অনুষদের ডিন নিযুক্ত হয়েছেন বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ। সোমবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক মোহাম্মদ আলী।
মোহাম্মদ আলী জানান, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী উপাচার্য অধ্যাপক হাসীবুর রশীদের নির্দেশে ড. তুহিন ওয়াদুদকে কলা অনুষদের ডিন হিসেবে নিয়োগ দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার। আগামী ২ বছর তিনি ওই পদে দায়িত্ব পালন করবেন।
উল্লেখ্য, ড. তুহিন ওয়াদুদ একাধারে একজন পরিবেশবিদ, নদী ও পাখি গবেষক, চিত্রগ্রাহক ও লেখক।