হোম > শিক্ষা > ক্যাম্পাস

কবি নজরুল কলেজ সাংবাদিক সমিতির নতুন কমিটি

শিক্ষা ডেস্ক

সভাপতি পদে বাংলা ট্রিবিউনের আতিক হাসান শুভ ও সাধারণ সম্পাদক পদে এখন টেলিভিশনের মো. বাইজীদ হোসেন সা’দ নির্বাচিত হয়েছেন।

রাজধানীর কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি পদে বাংলা ট্রিবিউনের আতিক হাসান শুভ ও সাধারণ সম্পাদক পদে এখন টেলিভিশনের মো. বাইজীদ হোসেন সা’দ নির্বাচিত হয়েছেন।

আজ বৃহস্পতিবার (১৫ মে) কলেজ ক্যাম্পাসে সাংবাদিক সমিতির কার্যনির্বাহী পরিষদ-২০২৫-এর নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ১১ সদস্যবিশিষ্ট কমিটি নির্বাচিত করা হয়। নির্বাচনের ফল প্রকাশ অনুষ্ঠানে কলেজের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

নির্বাচিত অন্যরা হলেন: সহসভাপতি ওবায়দুর রহমান (মর্নিং পোস্ট); যুগ্ম সাধারণ সম্পাদক মিরাজ উদ্দিন (কালের কণ্ঠ); সাংগঠনিক সম্পাদক রবিউল রেজা (ডেইলি সান); অর্থ সম্পাদক পার্থ সাহা (খবরের কাগজ); দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক বিপ্লব শেখ (সংবাদ সারাবেলা) এবং পাঠাগার ও প্রশিক্ষণবিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন সময়ের আলোর রাকিবুল ইসলাম।

এ ছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন কাবা কাকলি (স্বদেশ প্রতিদিন), ফয়সাল হোসেন (দৈনিক বাংলাদেশ পরিক্রমা) ও মো. আব্দুল মজিদ (একুশে সংবাদ)।

সাংবাদিক সমিতির নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র রিপোর্টার (ক্রাইম) আলী আজম। এ ছাড়া নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন টিবিএন-২৪-এর স্টাফ রিপোর্টার সাজ্জাদ হোসাইন ও ডেইলি সানের স্টাফ রিপোর্টার যায়েদ হোসেন মিশু।

জবিতে ‘ডি’ ইউনিটের ফল প্রকাশ ‎

ঢাবি অধিভুক্ত প্রযুক্তি ইউনিটে ভর্তির আবেদন শুরু ১৪ জানুয়ারি

‘নম্বর টু দ্য ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড’ পেলেন জবির মোস্তাফিজ

নবীন শিক্ষার্থীদের বরণ করল ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ

সাদা অ্যাপ্রোন গায়ে জড়ানোর অপেক্ষায়

বুয়েটের ভর্তি পরীক্ষায় উপস্থিতি ৮৭.৪৪ শতাংশ, ফল ৭ ফেব্রুয়ারি

স্নাতক ও স্নাতকোত্তরে স্বর্ণপদক জিতেছেন তারেক

শীতের আবহে নজরুল বিশ্ববিদ্যালয়

ফ্যাশন ও সংস্কৃতির ছন্দে উদ্দীপ্ত বিইউএফটি ক্যাম্পাস

গুহার ভেতর মহাকাশের প্রস্তুতি