হোম > শিক্ষা > ক্যাম্পাস

শ্রমিকদের গল্প বলে তৃতীয় ‘স্পাই ওয়ারিয়র্স’

তানিয়া আক্তার

গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের আইন বিভাগে নিয়মিত চর্চানির্ভর শিক্ষার অংশ হিসেবে আয়োজিত হয় নানা ব্যতিক্রমী কার্যক্রম। তার একটি ‘ইনট্রা-ডিপার্টমেন্ট লেবার ল পোস্টার প্রতিযোগিতা’। এবারের আয়োজনের মূল থিম ছিল গ্রিন্ড অব লেবার। শ্রমজীবী মানুষের কঠিন বাস্তবতা ও সংগ্রামী জীবন উঠে এসেছে প্রতিযোগিতার প্রতিটি পোস্টারে।

এই আয়োজনে তৃতীয় স্থান অর্জন করেছে পাঠকবন্ধুর চার সদস্যের দল ‘স্পাই ওয়ারিয়র্স’। দলটির সদস্য—মাহিন আল জামি, সোহেল রহমান জয়, সাফিউল আজিম সানি ও মো. আবুবকর সিদ্দিক। তাঁরা গ্রিন ইউনিভার্সিটির আইন বিভাগের উদ্যমী শিক্ষার্থী ও পাঠকবন্ধুর সদস্য।

দলের তৈরি পোস্টার ‘গ্রিন্ড অব লেবার’-এ চিত্রিত হয়েছে শ্রমিকশ্রেণির ঘামঝরা দিন, অধিকার বঞ্চনার বাস্তবতা এবং সমাজের দৃষ্টিভঙ্গির প্রতিফলন। এ যেন এক নান্দনিক ও মানবিক বার্তায় মোড়ানো প্রতিবেদন, যেখানে যুক্ত হয়েছে সৃজনশীল চিত্রকল্প ও তথ্যভিত্তিক উপস্থাপন।

দলনেতা মাহিন আল জামি বলেন, ‘আমরা চেয়েছি শুধু একটি পোস্টার নয়, একটি বার্তা তৈরি করতে, যা দেখে মানুষ শ্রমিকদের অবস্থা নিয়ে চিন্তা করবে।’ দলের অপর সদস্য সোহেল রহমান জয় বলেন,

‘শ্রম আইন নিয়ে কাজ করতে গিয়ে আমাদের জ্ঞান যেমন সমৃদ্ধ হয়েছে, তেমনি সমাজের প্রান্তিক মানুষের অবস্থান আরও স্পষ্ট হয়েছে।’

স্পাই ওয়ারিয়র্স দলের এই সাফল্য শুধু একটি পুরস্কার নয়, এটি নবীনদের জন্য এক বিশাল প্রেরণা। পাঠকবন্ধুর সদস্য হিসেবে তাঁরা বরাবরই সৃজনশীলতাকে গুরুত্ব দিয়ে এসেছেন। তাঁদের এই কাজ প্রমাণ করে, যেখানে জ্ঞান, মানবিকতা ও কল্পনার মিশ্রণ ঘটে; সেখান থেকে জন্ম নেয় সমাজে আলো ফেলতে সক্ষম বার্তা।

পোস্টারটি যেন হয়ে উঠেছে শ্রমজীবী মানুষের কষ্ট, অধিকারহীনতা ও সংগ্রামের এক জীবন্ত প্রতিচ্ছবি; যা শুধু দেখার নয়, ভাবনারও খোরাক।

পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর: অনিয়ম ধরার কাজ যাঁদের তাঁরাই জড়াচ্ছেন দুর্নীতিতে

জকসু নির্বাচন নিয়ে প্রশাসনের নতুন নির্দেশনা

‎জকসু নির্বাচনে প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীদের ৪ দফা দাবি

খালেদা জিয়ার মৃত্যু: জকসু নির্বাচন পিছিয়ে ৬ জানুয়ারি

খালেদা জিয়ার মৃত্যু: বুধবারের বৃত্তি পরীক্ষা স্থগিত, হবে ৫ জানুয়ারি

‎জকসু নির্বাচন স্থগিত, ক্যাম্পাস ছাড়ছেন শিক্ষার্থীরা

খালেদা জিয়ার মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিন দিনের শোক ঘোষণা

জকসু নির্বাচন স্থগিতে দোটানায় শিক্ষার্থীরা

‎জকসু নির্বাচন স্থগিত, প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ

বিনা মূল্যের বই: মাধ্যমিকের পাঠ্যবইয়ে ফের বদল, সব বই ছাপা শেষ হয়নি