হোম > অপরাধ > যুক্তরাষ্ট্র ও কানাডা

বিজয়ী ঘোষণা করেও লটারির ৩৭০০ কোটি টাকা দিচ্ছে না আয়োজকেরা

মার্কিন যুক্তরাষ্ট্রে ৩৪ কোটি ডলারের লটারির টাকা বিজয়ীকে দিচ্ছে না পাওয়ার বল ও ডিসি লটারি কর্তৃপক্ষ। আয়োজকেরা বলছেন, ভুলে ওই ব্যক্তির নম্বরটি বিজয়ী হিসেবে প্রকাশ করা হয়েছে। এখন কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা করেছেন বিজয়ী। 

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুসারে, ২০২৩ সালের ৬ জানুয়ারি জনৈক জন চিকস পাওয়ারবল লটারি টিকিট কেনেন। পরের দিন লটারি ড্রয়ের সময় উপস্থিত না থাকলেও দুদিন পর ডিসি লটারির ওয়েবসাইটে তাঁর নম্বর প্রকাশ করা হয়। কিন্তু এরপরই পাওয়ারবল ও ডিসি লটারি দাবি করে, ভুলে তাঁর নম্বরটি প্রকাশ করা হয়েছে। এর সূত্র ধরেই বিশাল এ লটারির বিজয়ীকে নিয়ে আইনি লড়াই শুরু হয়েছে। 

সংবাদমাধ্যম এনবিসি ওয়াশিংটনের সঙ্গে সাক্ষাৎকারে চিকস বলেন, ‘আমি একটু উত্তেজিত হয়ে পড়েছিলাম, কিন্তু চিৎকার করিনি। আমি শান্তভাবেই আমার এক বন্ধুকে ফোনকল করি। তার পরামর্শে আমি এর একটি ছবি নিয়ে রাখি। ব্যস, এরপরই আমি ঘুমিয়ে পড়ি।’ 

অফিস অব লটারি অ্যান্ড গেমিংয়ে (ওএলজি) নিজের টিকিট জমা দেওয়ার পরও চিকসের দাবি অস্বীকার করা হয়েছে। 

প্রতিবেদন অনুসারে, আদালতের নথিতে বলা হয়েছে, আয়োজকেরা চিকসের লটারি জেতার দাবি অস্বীকার করেছে। আয়োজকেরা তাঁর কাছে এক চিঠিতে বলে, তাঁর পুরস্কারের দাবি অস্বীকার করা হয়েছে কারণ টিকিটটি ওএলজি বিধিমালা অনুসারে ওএলজির গেমিং সিস্টেমের বিজয়ী হিসেবে বৈধ নয়। 

চিকস বিবিসিকে বলেন, ‘টিকিটটি নিয়ে গেলে এজেন্টদের একজন আমাকে বলেন যে, আমার টিকিটটি কোনো কাজের নয়। তিনি টিকিটটি ময়লার ঝুড়িতে ফেলে দিতে বলেন।’ 

চিকস তাঁর লটারির টিকিটটি যত্ন করে তুলে রাখেন এবং পাওয়ার বলের বিরুদ্ধে মামলা করেন। চিকসের মামলায় মাল্টি–স্টেট লটারি অ্যাসোসিয়েশন এবং গেম আয়োজক তাওটি এন্টারপ্রাইজেসকেও বিবাদী করেছেন। 

চিকস এখন লটারির অর্থের পাশাপাশি দৈনিক সুদসহ মোট ৩৪ কোটি ডলার দাবি করছেন। বাংলাদেশি মুদ্রায় তা ৩ হাজার ৭০০ কোটি টাকার বেশি।

চুক্তি লঙ্ঘন, অবহেলা, মানসিক কষ্ট দেওয়া এবং জালিয়াতিসহ আরও আটটি পৃথক অভিযোগে মামলা করছেন চিকস। 

চিকসের আইনজীবী রিচার্ড ইভানসের দাবি, বিজয়ীর নম্বর তাঁর টিকিটের সঙ্গে মেলে। সুতরাং তাঁর পুরো অর্থই পাওয়া উচিত। 

এ মামলার শুনানির জন্য আগামী ২৩ ফেব্রুয়ারি দিনটি ধার্য করা হয়েছে।

যুক্তরাষ্ট্র ছাড়ার কথা ভাবছেন আতঙ্কিত শিক্ষকেরা

জনপ্রিয়তায় ধস: জাতির উদ্দেশে ভাষণে নিজের গুণগান আর সেনাদের খুশি রাখার কৌশলে ট্রাম্প

ভেনেজুয়েলার তেল আমাদের সম্পদ, বললেন ট্রাম্পের শীর্ষ সহযোগী

মাস্ক ‘মাদকসেবী’, ভাইস প্রেসিডেন্ট ‘ষড়যন্ত্রতাত্ত্বিক’: হোয়াইট হাউসের চিফ অব স্টাফ

ফিলিস্তিনসহ আরও যে ৬ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র

ট্রাম্পের ১০ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ মামলা প্রতিহতের ঘোষণা দিল বিবিসি

৩০ বছর ধরে যুক্তরাষ্ট্রে থাকেন ভারতীয় নারী, গ্রিন কার্ড সাক্ষাৎকারে গিয়ে আটক

বিশ্বজুড়ে তৃতীয় বিশ্বযুদ্ধের বীজ বুনেছেন ট্রাম্প—ইয়েল বিশেষজ্ঞের সতর্কতা

বিবিসির বিরুদ্ধে ৫০০ কোটি ডলারের মানহানি মামলা করলেন ট্রাম্প

ইউক্রেন যুদ্ধ বন্ধের চুক্তি যেকোনো সময়ের চেয়ে কাছাকাছি: ট্রাম্প