হোম > সারা দেশ > রংপুর

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

বেরোবি প্রতিনিধি 

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক। ছবি: আজকের পত্রিকা

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এতে ওই শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী নিয়োগে জালিয়াতি অভিযোগের সত্যতা পেয়েছে সংস্থাটি।

‎আজ রোববার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনসহ একাধিক দপ্তরে এই অভিযান চালানো হয়। এতে নেতৃত্বে দেন দুদকের রংপুর জেলা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক বেলাল হোসেন।

দুদক জানায়, বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি বিভিন্ন নিয়োগে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। এসব অভিযোগের প্রাথমিক অনুসন্ধানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। ‎

‎অভিযানের বিষয়ে সহকারী পরিচালক বেলাল হোসেন বলেন, ‘আমরা জাল সনদে চাকরি করার অভিযোগ পেয়েছি। সেই অভিযোগের প্রাথমিক সত্যতা যাচাই করার জন্য কমিশনের নির্দেশক্রমে আমরা এসেছি।

‘প্রথমে উপাচার্য স্যারের সঙ্গে কথা বলেছি, আমরা তাঁকে জানিয়েছি। যেহেতু তিনি প্রতিষ্ঠানপ্রধান, তাঁকে আমরা ইনফর্ম করেছি। আর যেহেতু এটি প্রশাসনিক বিষয় আমরা রেজিস্ট্রার মহোদয়ের এখানে এসেছি। তিনি আমাদের তথ্য দিয়ে সহযোগিতা করেছেন।’

তিনি আরও বলেন, ‘আমরা ইতিমধ্যে জানতে পেরেছি, জাল সনদে চাকরি করার দায়ে একজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আমরা সকল তথ্য নিয়ে পূর্ণাঙ্গ একটি রিপোর্ট কমিশনকে দেব।

অভিযানে আসার আগেই বিশ্ববিদ্যালয় প্রশাসন অ্যাকশন নিয়েছে—এর মানে হচ্ছে অভিযোগ সত্য; তা না হলে তো আর অ্যাকশনে যেত না।

‘বিশ্ববিদ্যালয় তো সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে মামলা করতে পারে না। আর অভিযোগে প্রাথমিক সত্যতা আমরা পেয়েছি। সংশ্লিষ্টদের অন্যান্য শিক্ষাগত সনদ সংগ্রহ করে যাচাই-বাছাই শেষে তাদের বিরুদ্ধে মামলা বা দুদকের আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার

রান্নার চাল ধোয়ার জন্য নলকূপের পাড়ে গৃহবধূ, মিলল গলাকাটা মরদেহ

দিনে রোদের ছোঁয়া, রাত হলেই বাড়ে শীত—তেঁতুলিয়ায় তাপমাত্রা ৭.৫

ঠান্ডাজনিত রোগে মারা গেল ১৪৯৫ ছাগল

পাঁচবার তফসিল পরিবর্তন, বেরোবিতে নির্বাচন না হলে কেন নাটক: ছাত্রশিবির