হোম > অপরাধ > রংপুর

কুড়িগ্রামে বিড়ি কারখানায় শ্রমিককে কুপিয়ে হত্যার অভিযোগ

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামে মাঈদুল ইসলাম বাপ্পি (২০) নামে এক বিড়ি শ্রমিককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে খোকন ইসলাম (২৭) নামে অপর এক বিড়ি শ্রমিকের বিরুদ্ধে। আজ সোমবার বিকেলে কুড়িগ্রাম শহরের পুরোনো রেলস্টেশন এলাকা সংলগ্ন জলিল বিড়ি ফ্যাক্টরিতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. শাহরিয়ার এসব তথ্য নিশ্চিত করেছেন।

নিহত বাপ্পি কুড়িগ্রাম পৌরসভার মাটিকাটা মোড় এলাকার খাদেম আলীর ছেলে। তিনি কুড়িগ্রাম মজিদা আদর্শ ডিগ্রি কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র। অভিযুক্ত খোকন ইসলাম (২৭) একই এলাকার মাটিকাটা মোড়ের নজিরের ছেলে। ঘটনার পর পরই ফ্যাক্টরি থেকে পালিয়ে যান খোকন।

বিড়ি কারখানার শ্রমিক ও স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, নিহত মাঈদুল ইসলাম বাপ্পি ও খোকন ইসলাম (২২) জলিল বিড়ি ফ্যাক্টরিতে দিনমজুরের কাজ করেন। সোমবার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুজনের মধ্যে ঝগড়া লাগে। একপর্যায়ে খোকন কারখানায় থাকা কাগজ কাটা অস্ত্র দিয়ে হঠাৎ মাঈদুলের গলায় আঘাত করে পালিয়ে যায়। কারখানার অন্য শ্রমিকেরা মাঈদুলকে উদ্ধার করে দ্রুত কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

সদর থানার ওসি খান মোহাম্মদ শাহরিয়ার বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে। তদন্ত সাপেক্ষে হত্যাকাণ্ডের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ

ফুলবাড়ীতে অবৈধ বালু পরিবহনের দায়ে ট্রলিচালকের কারাদণ্ড

নীলফামারীর কিশোরগঞ্জে ট্রাক্টরের ফলায় ছিন্নভিন্ন হয়ে যুবকের মৃত্যু

গাইবান্ধা-১: প্রার্থিতা ফিরে পেলেন জামায়াত নেতা মাজেদ