হোম > অপরাধ > রংপুর

পঞ্চগড়ে দুই পরিবারের ৬ শিশুসহ ১১ রোহিঙ্গা আটক

প্রতিনিধি, পঞ্চগড়

পঞ্চগড়ে দুই পরিবারের ৬ শিশুসহ ১১ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বিকেলে তাঁদের আটক করা হয়। 

আটককৃতরা হলেন-কক্সবাজারের বাজার ঘাটা এলাকার মো. কবির হোসেন (২১), তাঁর স্ত্রী জোবাইদা বেগম (২০), তাঁদের মেয়ে সুমাইয়া (১) ; কক্সবাজার কুতুপালং ক্যাম্পের মো. ফয়জুল ইসলাম (৩৯), তাঁর স্ত্রী মোছা রেনু আরা বেগম (৩০), তাঁদের ৫ সন্তান দ্বীন ইসলাম (১৫), উম্মে হাবিবা (১২), উম্মে কুলসুম (৯), উম্মে হারেজা (৬) ও নজরুল ইসলাম (৪) এবং ফয়জুলের চাচাতো ভাই আবু তাহের (২০)। 

পঞ্চগড় থানা-পুলিশ সূত্রে জানা যায়, ওই দুইটি পরিবারের ৬ শিশুসহ ১১ রোহিঙ্গা পঞ্চগড় থেকে কক্সবাজার কুতুপালং ক্যাম্পে যাওয়ার উদ্দেশ্যে ধাক্কামারা এলাকার হানিফ কাউন্টারে আসে। রোহিঙ্গা ক্যাম্প থেকে তাঁরা পালিয়ে পঞ্চগড়ে এসে বসতি গড়েছিল বলে ধারণা করা হচ্ছে। পরে তাঁরা সবাই কক্সবাজারে যাওয়ার জন্য হানিফ কাউন্টারে আসে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাঁদের আটক করে থানায় নিয়ে আসেন। 

পঞ্চগড় সদর থানার ওসি আব্দুল লতিফ মিয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাঁদের আটক করে পঞ্চগড় সদর থানায় নিয়ে আসা হয়েছে। যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে আটককৃতদের কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হবে। 

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার

রান্নার চাল ধোয়ার জন্য নলকূপের পাড়ে গৃহবধূ, মিলল গলাকাটা মরদেহ

দিনে রোদের ছোঁয়া, রাত হলেই বাড়ে শীত—তেঁতুলিয়ায় তাপমাত্রা ৭.৫

ঠান্ডাজনিত রোগে মারা গেল ১৪৯৫ ছাগল

পাঁচবার তফসিল পরিবর্তন, বেরোবিতে নির্বাচন না হলে কেন নাটক: ছাত্রশিবির

ব্রাকসুর সকল কার্যক্রম স্থগিত

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি