হোম > অপরাধ > রংপুর

কিশোরগঞ্জে ৪ হাজার ২৪ লিটার সয়াবিন তেল জব্দ

নীলফামারী ও কিশোরগঞ্জ প্রতিনিধি

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার এক ব্যবসায়ীর গুদাম থেকে অবৈধভাবে মজুত করে রাখা ৪ হাজার ২৪ লিটার সয়াবিন তেল জব্দ করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ বৃহস্পতিবার দুপুরে কিশোরগঞ্জের বাজার এলাকায় মেসার্স হারুন স্টোরে অভিযান চালিয়ে ওই সব তেল জব্দ হয়। জব্দকৃত তেল ভোক্তা পর্যায়ে ১৫৯ টাকা দরে বিক্রয় করা হয়।

জানা যায়, দাম বৃদ্ধির আগে তেল সরবরাহ কোম্পানিগুলোর কাছ থেকে ৪ হাজার ২৪ লিটার তেল আনা হয়। সেগুলো বাজারে সরবরাহ না করে অধিক মুনাফা লাভের আশায় অবৈধভাবে মজুত করে রাখেন মেসার্স হারুন স্টোরের মালিক বাবুল আহমেদ। 

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নীলফামারীর সহকারী পরিচালক মো. শামসুল আলম বলেন, গোপন খবরে জানতে পারি, নীলফামারী কিশোরগঞ্জ বাজারের মেসার্স হারুন স্টোরের গুদামে আগের নির্ধারিত মূল্যে বিপুল পরিমাণ সয়াবিন তেল মজুত রয়েছে। এ খবরে মেসার্স হারুন স্টোরের গুদামে অভিযান চালানো হয়। অভিযানে ওই গুদাম থেকে ফ্রেশ ও রুপচাঁদার এক লিটার, আধা লিটার ও দুই লিটার ওজনের মোট ৪ হাজার ২৪ লিটার সয়াবিন তেল জব্দ করা হয়। 

এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নীলফামারী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শামসুল আলম। তিনি বলেন, যথাযথভাবে পণ্য বিক্রি বা সরবরাহ না করে অবৈধভাবে মজুত করার অপরাধে ব্যবসায়ী বাবুল আহমেদকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪৫ ধারায় ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরে জব্দকৃত ৪ হাজার ২৪ লিটার সয়াবিন তেল ভোক্তাদের মাঝে আগের ১৫৯ টাকা লিটার দরে বিক্রয় হয়। 

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ