হোম > অপরাধ > রংপুর

কিশোরগঞ্জে ৪ হাজার ২৪ লিটার সয়াবিন তেল জব্দ

নীলফামারী ও কিশোরগঞ্জ প্রতিনিধি

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার এক ব্যবসায়ীর গুদাম থেকে অবৈধভাবে মজুত করে রাখা ৪ হাজার ২৪ লিটার সয়াবিন তেল জব্দ করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ বৃহস্পতিবার দুপুরে কিশোরগঞ্জের বাজার এলাকায় মেসার্স হারুন স্টোরে অভিযান চালিয়ে ওই সব তেল জব্দ হয়। জব্দকৃত তেল ভোক্তা পর্যায়ে ১৫৯ টাকা দরে বিক্রয় করা হয়।

জানা যায়, দাম বৃদ্ধির আগে তেল সরবরাহ কোম্পানিগুলোর কাছ থেকে ৪ হাজার ২৪ লিটার তেল আনা হয়। সেগুলো বাজারে সরবরাহ না করে অধিক মুনাফা লাভের আশায় অবৈধভাবে মজুত করে রাখেন মেসার্স হারুন স্টোরের মালিক বাবুল আহমেদ। 

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নীলফামারীর সহকারী পরিচালক মো. শামসুল আলম বলেন, গোপন খবরে জানতে পারি, নীলফামারী কিশোরগঞ্জ বাজারের মেসার্স হারুন স্টোরের গুদামে আগের নির্ধারিত মূল্যে বিপুল পরিমাণ সয়াবিন তেল মজুত রয়েছে। এ খবরে মেসার্স হারুন স্টোরের গুদামে অভিযান চালানো হয়। অভিযানে ওই গুদাম থেকে ফ্রেশ ও রুপচাঁদার এক লিটার, আধা লিটার ও দুই লিটার ওজনের মোট ৪ হাজার ২৪ লিটার সয়াবিন তেল জব্দ করা হয়। 

এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নীলফামারী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শামসুল আলম। তিনি বলেন, যথাযথভাবে পণ্য বিক্রি বা সরবরাহ না করে অবৈধভাবে মজুত করার অপরাধে ব্যবসায়ী বাবুল আহমেদকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪৫ ধারায় ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরে জব্দকৃত ৪ হাজার ২৪ লিটার সয়াবিন তেল ভোক্তাদের মাঝে আগের ১৫৯ টাকা লিটার দরে বিক্রয় হয়। 

পীরগাছায় দিনের বেলায় কেটে রাখা জমির ধান লুটের অভিযোগ

সমাবেশ থেকে ফেরার পথে দুর্ঘটনা, প্রাণ গেল কর্মীর

‘১০ লাখ দিলেই তুমি সভাপতি’ বেরোবি ছাত্রদলের কমিটি নিয়ে অভিযোগ

‘সেবা বন্ধ থুইয়া মানুষোক জিম্মি করি আন্দোলন করেছে, গরিব মানুষ কোনঠে যাইবে’

স্থগিতাদেশ তুলে ব্রাকসুর নতুন রোডম্যাপ প্রকাশ

একটি শ্রেণি সংস্কার ছাড়াই ক্ষমতায় যেতে ‘ডাবল পাগল’ হয়ে গেছে: রেজাউল করীম

বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী নিহত

পাঁচ দফা দাবিতে রংপুরে সমমনা ৮ দলের বিভাগীয় সমাবেশ আজ, দলে দলে আসছেন নেতা-কর্মীরা

শ্বশুর-জামাইকে পিটিয়ে হত্যায় জড়িতের অভিযোগে যুবক গ্রেপ্তার

নীলফামারীতে গৃহবধূকে ধর্ষণ ও হত্যার দায়ে ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড