হোম > অপরাধ > রংপুর

কিশোরগঞ্জে ৪ হাজার ২৪ লিটার সয়াবিন তেল জব্দ

নীলফামারী ও কিশোরগঞ্জ প্রতিনিধি

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার এক ব্যবসায়ীর গুদাম থেকে অবৈধভাবে মজুত করে রাখা ৪ হাজার ২৪ লিটার সয়াবিন তেল জব্দ করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ বৃহস্পতিবার দুপুরে কিশোরগঞ্জের বাজার এলাকায় মেসার্স হারুন স্টোরে অভিযান চালিয়ে ওই সব তেল জব্দ হয়। জব্দকৃত তেল ভোক্তা পর্যায়ে ১৫৯ টাকা দরে বিক্রয় করা হয়।

জানা যায়, দাম বৃদ্ধির আগে তেল সরবরাহ কোম্পানিগুলোর কাছ থেকে ৪ হাজার ২৪ লিটার তেল আনা হয়। সেগুলো বাজারে সরবরাহ না করে অধিক মুনাফা লাভের আশায় অবৈধভাবে মজুত করে রাখেন মেসার্স হারুন স্টোরের মালিক বাবুল আহমেদ। 

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নীলফামারীর সহকারী পরিচালক মো. শামসুল আলম বলেন, গোপন খবরে জানতে পারি, নীলফামারী কিশোরগঞ্জ বাজারের মেসার্স হারুন স্টোরের গুদামে আগের নির্ধারিত মূল্যে বিপুল পরিমাণ সয়াবিন তেল মজুত রয়েছে। এ খবরে মেসার্স হারুন স্টোরের গুদামে অভিযান চালানো হয়। অভিযানে ওই গুদাম থেকে ফ্রেশ ও রুপচাঁদার এক লিটার, আধা লিটার ও দুই লিটার ওজনের মোট ৪ হাজার ২৪ লিটার সয়াবিন তেল জব্দ করা হয়। 

এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নীলফামারী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শামসুল আলম। তিনি বলেন, যথাযথভাবে পণ্য বিক্রি বা সরবরাহ না করে অবৈধভাবে মজুত করার অপরাধে ব্যবসায়ী বাবুল আহমেদকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪৫ ধারায় ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরে জব্দকৃত ৪ হাজার ২৪ লিটার সয়াবিন তেল ভোক্তাদের মাঝে আগের ১৫৯ টাকা লিটার দরে বিক্রয় হয়। 

কোরআন-সুন্নাহবিরোধী আইন করতে দেব না, এটা আমাদের অঙ্গীকার: মির্জা ফখরুল

তীব্র শীতে কাঁপছে মানুষ গুদামে তালাবদ্ধ কম্বল

ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, যুবক নিহত

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পঞ্চগড়ে চার দিন ধরে ঘন কুয়াশা ও কনকনে শীত

ফুলবাড়ীতে ট্রলির চাপায় সহযোগী নিহত

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

বিশেষ ট্রেনের দাবিতে বিএনপি নেতা-কর্মীদের রেলপথ অবরোধ, ছেড়ে যায়নি লালমনি এক্সপ্রেস

কাউনিয়ায় মহাসড়কে ঝরল দুই কৃষকের প্রাণ

রংপুর-৩ আসনে জি এম কাদেরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ