হোম > অপরাধ > রংপুর

কিশোরগঞ্জে ৪ হাজার ২৪ লিটার সয়াবিন তেল জব্দ

নীলফামারী ও কিশোরগঞ্জ প্রতিনিধি

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার এক ব্যবসায়ীর গুদাম থেকে অবৈধভাবে মজুত করে রাখা ৪ হাজার ২৪ লিটার সয়াবিন তেল জব্দ করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ বৃহস্পতিবার দুপুরে কিশোরগঞ্জের বাজার এলাকায় মেসার্স হারুন স্টোরে অভিযান চালিয়ে ওই সব তেল জব্দ হয়। জব্দকৃত তেল ভোক্তা পর্যায়ে ১৫৯ টাকা দরে বিক্রয় করা হয়।

জানা যায়, দাম বৃদ্ধির আগে তেল সরবরাহ কোম্পানিগুলোর কাছ থেকে ৪ হাজার ২৪ লিটার তেল আনা হয়। সেগুলো বাজারে সরবরাহ না করে অধিক মুনাফা লাভের আশায় অবৈধভাবে মজুত করে রাখেন মেসার্স হারুন স্টোরের মালিক বাবুল আহমেদ। 

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নীলফামারীর সহকারী পরিচালক মো. শামসুল আলম বলেন, গোপন খবরে জানতে পারি, নীলফামারী কিশোরগঞ্জ বাজারের মেসার্স হারুন স্টোরের গুদামে আগের নির্ধারিত মূল্যে বিপুল পরিমাণ সয়াবিন তেল মজুত রয়েছে। এ খবরে মেসার্স হারুন স্টোরের গুদামে অভিযান চালানো হয়। অভিযানে ওই গুদাম থেকে ফ্রেশ ও রুপচাঁদার এক লিটার, আধা লিটার ও দুই লিটার ওজনের মোট ৪ হাজার ২৪ লিটার সয়াবিন তেল জব্দ করা হয়। 

এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নীলফামারী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শামসুল আলম। তিনি বলেন, যথাযথভাবে পণ্য বিক্রি বা সরবরাহ না করে অবৈধভাবে মজুত করার অপরাধে ব্যবসায়ী বাবুল আহমেদকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪৫ ধারায় ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরে জব্দকৃত ৪ হাজার ২৪ লিটার সয়াবিন তেল ভোক্তাদের মাঝে আগের ১৫৯ টাকা লিটার দরে বিক্রয় হয়। 

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার

রান্নার চাল ধোয়ার জন্য নলকূপের পাড়ে গৃহবধূ, মিলল গলাকাটা মরদেহ

দিনে রোদের ছোঁয়া, রাত হলেই বাড়ে শীত—তেঁতুলিয়ায় তাপমাত্রা ৭.৫

ঠান্ডাজনিত রোগে মারা গেল ১৪৯৫ ছাগল