হোম > অপরাধ > রংপুর

বেরোবির শিক্ষক ও শিক্ষার্থীকে কুপিয়ে ছিনতাই

প্রতিনিধি, রংপুর 

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক ও শিক্ষার্থী পৃথক ঘটনায় ছিনতাইয়ের শিকার হয়েছেন। এ সময় তাঁদেরকে কুপিয়ে জখম করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে ও শুক্রবার ভোরে ঘটনা দুটি ঘটে। 

ছিনতাইয়ের শিকাররা হলেন, বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষক মনিরুজ্জামান মজনু এবং জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ১০ম ব্যাচের শিক্ষার্থী পরাগ মাহমুদ। 

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে শিক্ষার্থী পরাগ মাহমুদ বিশ্ববিদ্যালয় সংলগ্ন পার্কের মোড় এলাকা হতে সরদারপাড়ায় ছাত্রাবাসে যাওয়ার পথে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের পূর্ব পাশে তিনজন অপরিচিত যুবক তাঁর পথরোধ করে। এ সময় ছিনতাইকারীরা তাঁর কাছে মোবাইল ফোন চায়। পরাগ তা দিতে অস্বীকার করায় ছিনতাইকারীরা চাপাতি দিয়ে তাঁর ডান হাতে কোপ দিয়ে মোবাইল ফোন কেড়ে নিয়ে চলে যায়। পরে অপর এক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর গোলাম রাব্বানীকে অবহিত করলে প্রক্টরের নির্দেশে গুরুতর জখম অবস্থায় পরাগকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 

অন্যদিকে শুক্রবার ভোর সাড়ে পাঁচটার দিকে ফজরের নামাজ শেষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের দিকে বাইসাইকেল চালিয়ে যাচ্ছিলেন ইতিহাস বিভাগের শিক্ষক মনিরুজ্জামান। লালবাগ বাজার পার হয়ে কলেজিয়েট স্কুলের কাছাকাছি ফাঁকা জায়গায় দুজন ছিনতাইকারী তাঁকে কুপিয়ে মারাত্মকভাবে আহত করে। এ সময় ছিনতাইকারীরা তাঁর মোবাইল ফোন ও মানিব্যাগ নিয়ে যায়। 

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর গোলাম রাব্বানী ঘটনা দুটির সত্যতা নিশ্চিত করে বলেন, ছিনতাইয়ের শিকার শিক্ষক ও শিক্ষার্থীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে। 

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার

রান্নার চাল ধোয়ার জন্য নলকূপের পাড়ে গৃহবধূ, মিলল গলাকাটা মরদেহ

দিনে রোদের ছোঁয়া, রাত হলেই বাড়ে শীত—তেঁতুলিয়ায় তাপমাত্রা ৭.৫

ঠান্ডাজনিত রোগে মারা গেল ১৪৯৫ ছাগল

পাঁচবার তফসিল পরিবর্তন, বেরোবিতে নির্বাচন না হলে কেন নাটক: ছাত্রশিবির

ব্রাকসুর সকল কার্যক্রম স্থগিত

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন