হোম > অপরাধ > রংপুর

বিড়িশ্রমিককে হত্যা, সড়ক আটকে মরদেহ গোসল করিয়ে বিক্ষোভ

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রাম জেলা শহরের জলিল বিড়ি ফ্যাক্টরির ভেতর মাঈদুল ইসলাম বাপ্পি (২০) নামে এক বিড়িশ্রমিককে হত্যার প্রতিবাদ ও হত্যাকাণ্ডে অভিযুক্ত খোকন ইসলামকে (২৭) গ্রেপ্তারের দাবিতে নিহত শ্রমিকের মরদেহ নিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। এ সময় সড়কের ওপরেই মরদেহ গোসল করান বিক্ষুব্ধ এলাকাবাসী।

আজ মঙ্গলবার দুপুরে কুড়িগ্রাম শহরের রিভারভিউ উচ্চবিদ্যালয়ের সামনে কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী সড়কে এ অবরোধ কর্মসূচি পালন করা হয়। 

বিক্ষোভকারীরা ময়নাতদন্ত শেষে মরদেহ নিয়ে রাস্তা অবরোধ করেন। দুপুর ১২টা থেকে সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করতে থাকেন তাঁরা। হত্যাকারীকে গ্রেপ্তারের দাবিতে অনড় বিক্ষোভকারীরা প্রতিবাদ হিসেবে সড়কেই মরদেহের গোসলের আয়োজন করেন। এ সময় তাঁরা হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। অবরোধ চলাকালে সড়কের উভয় প্রান্তে যানবাহনের ভিড় জমে। পরে বিকল্প সড়কে যান চলাচলের ব্যবস্থা করে পুলিশ। বেলা সাড়ে চারটা পর্যন্ত সড়কে মরদেহ নিয়ে বিক্ষোভের পর মরদেহ দাফনের জন্য নিয়ে যান এলাকাবাসী। পরে অবরোধ তুলে নেওয়া হয়। 

এদিকে সড়ক অবরোধের খবরে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে অবরোধ ভেঙে দেওয়ার চেষ্টা করলে পুলিশের ওপর চড়াও হন বিক্ষোভকারীরা। কুড়িগ্রামের পৌর মেয়র কাজিউল ইসলাম, কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য পনির উদ্দিন আহমেদের ছেলে আবু সুফিয়ান পাভেল, ভাই আতাউর রহমান ঘটনাস্থলে পৌঁছে অবরোধ তুলে নেওয়ার অনুরোধ করলে তাতেও সরেননি বিক্ষোভকারীরা। 

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ শাহরিয়ার বলেন, ‘বিক্ষোভকারীরা অবরোধ তুলে নিয়েছেন। তাদের দাবির বিষয়ে কাজ করছে পুলিশ।’

আসামি গ্রেপ্তারের বিষয়ে ওসি বলেন, নিহত বাপ্পির মা বাদী হয়ে মামলা করেছেন। আসামি গ্রেপ্তারে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে। দ্রুত আসামিকে গ্রেপ্তার করা হবে। 

উল্লেখ্য, গতকাল সোমবার বিকেলে জেলা শহরের পুরোনো রেলস্টেশন এলাকায় জলিল বিড়ি ফ্যাক্টরিতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিড়িশ্রমিক মাঈদুল ইসলাম বাপ্পিকে হত্যার অভিযোগ ওঠে অপর বিড়িশ্রমিক খোকন ইসলামের বিরুদ্ধে। ঘটনার পরপরই পালিয়ে যায় খোকন। ঘটনার ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও অভিযুক্ত খোকনকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

প্রসঙ্গত, জলিল বিড়ি ফ্যাক্টরি কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য পনির উদ্দিন আহমেদের পারিবারিক প্রতিষ্ঠান। 

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ

ফুলবাড়ীতে অবৈধ বালু পরিবহনের দায়ে ট্রলিচালকের কারাদণ্ড