হোম > অপরাধ > রংপুর

নীলফামারীতে বসতবাড়িতে হামলার ঘটনায় ‘হেলমেট বাহিনী’র মূল হোতা গ্রেপ্তার

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীতে বসতবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুরের ঘটনায় জড়িত ‘হেলমেট বাহিনী’র মূল হোতা গোলাম কিবরিয়াকে (৪০) গ্রেপ্তার করেছে থানার পুলিশ। আজ শনিবার তাঁকে আদালতে সোপর্দ করা হবে। এর আগে গতকাল শুক্রবার দিবাগত রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়।

মামলা সূত্রে জানা গেছে, নীলফামারী সদরের সংগলশী ইউনিয়নের কাদিখোল গ্রামের সরকারপাড়ার বাসিন্দা সহোদর বাবুল হোসেন ও আব্দুস সামাদ। তাঁদের সঙ্গে দীর্ঘদিন ধরে প্রতিবেশী হাজি আশরাফ আলীর পরিবারের মধ্যে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে আদালতে একাধিক মামলাও চলমান। গত ২৯ সেপ্টেম্বর প্রতিপক্ষের করা একটি মামলায় নীলফামারী আদালতে হাজিরা দিতে যান বাবুল ও সামাদ পরিবারের সদস্যরা। এই সুযোগে প্রতিপক্ষ আশরাফ আলীর ছেলে গোলাম কিবরিয়া ভাড়াটে হেলমেট বাহিনী সদস্যদের সঙ্গে নিয়ে তাঁদের দুটি বাড়িতে অতর্কিত হামলা চালান এবং ভাঙচুর করেন।

ওই ঘটনায় নীলফামারী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। পরে গত ১২ অক্টোবর নীলফামারী আদালতের শরণাপন্ন হয় ক্ষতিগ্রস্ত পরিবার। আদালতের নির্দেশে গত বৃহস্পতিবার থানায় মামলাটি রুজু করা হয়। এর পরপরই নীলফামারী থানার পুলিশ সৈয়দপুর পুলিশের সহযোগিতায় গতকাল রাতে সৈয়দপুর শহরের শহীদ ডা. জিকরুল হক সড়ক থেকে হেলমেট বাহিনীর মূল হোতা গোলাম কিবরিয়াকে গ্রেপ্তার করে।

এ বিষয়ে স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, ‘হেলমেট বাহিনীর মূল হোতাকে গ্রেপ্তার করায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে। বাকি সদস্যদের তৎপরতায় এলাকায় এখনো আতঙ্ক বিরাজ করছে। তাই পুরো বাহিনীর সদস্যদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।’

মামলার তদন্তকারী কর্মকর্তা নীলফামারী সদর থানার উপপরিদর্শক আরমান আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হবে।

উল্লেখ্য, এ বিষয়ে গত ২৩ অক্টোবর দৈনিক আজকের পত্রিকায় ‘হেলমেট বাহিনীর তাণ্ডবে নিঃস্ব দুই পরিবার’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়েছে।

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার

রান্নার চাল ধোয়ার জন্য নলকূপের পাড়ে গৃহবধূ, মিলল গলাকাটা মরদেহ

দিনে রোদের ছোঁয়া, রাত হলেই বাড়ে শীত—তেঁতুলিয়ায় তাপমাত্রা ৭.৫

ঠান্ডাজনিত রোগে মারা গেল ১৪৯৫ ছাগল