গাইবান্ধার পলাশবাড়ীতে একটি গ্যারেজের নাইটগার্ড দুদু মিয়াকে(৬০) শ্বাসরোধে হত্যার পর পাঁচটি অটোরিকশা চুরি করা হয়েছে। গতকাল শনিবার গভীর রাতে পলাশবাড়ী পৌর শহরের সুইগ্রামের নুরে আলম জিন্নু মিয়ার গ্যারেজে এ ঘটনা ঘটে।
নিহত দুদু মিয়া পলাশবাড়ী পৌর শহরের সুইগ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে ওই গ্যারেজে নাইটগার্ডের দায়িত্বে ছিলেন।
এদিকে এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ।
গ্যারেজের মালিক জিন্নু মিয়ার অভিযোগ, আগেও গ্যারেজ থেকে অটোরিকশা চুরির ঘটনা ঘটেছে। চিহ্নিত একটি চোর চক্র পরিকল্পিতভাবে এই হত্যার ঘটনা ঘটিয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজমিরুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, নাইট গার্ড দুদু মিয়াকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডটি পরিকল্পিত বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।