হোম > অপরাধ > রংপুর

কুড়িগ্রামে ছাত্রলীগ কর্মী হত্যা মামলার আসামি নুর কসাই গ্রেপ্তার

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামে ছাত্রলীগের কর্মী শামীম আশরাফ বাবলু (২৩) হত্যা মামলার অন্যতম প্রধান আসামি নুরুল কসাই ওরফে নুর কসাইকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

আজ সোমবার দুপুরে কুড়িগ্রাম সদরের খলিলগঞ্জ বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। সিআইডি পুলিশের অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার আরমান হোসেন (পিপিএম) এ তথ্য নিশ্চিত করেছেন। 

গ্রেপ্তার নুর কসাই কুড়িগ্রাম সদরের বেলগাছা ইউনিয়নের নীলকণ্ঠ গ্রামের মৃত বাবু কসাইয়ের ছেলে। ছাত্রলীগের কর্মী বাবলু হত্যা মামলার এজাহারভুক্ত অন্যতম প্রধান আসামি তিনি। 

সিআইডি জানায়, এক মাস আগে বাবলু হত্যা মামলার তদন্তের দায়িত্ব পায় সিআইডি। ওই মামলার এজাহারভুক্ত আসামি নুরুল কসাই ওরফে নুর কসাইকে  আজ গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পরপরই তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তাঁকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। মামলার পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশের এই বিশেষ শাখা। 

সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার আরমান হোসেন বলেন, ‘গ্রেপ্তার নুর কসাইকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। কোনো আসামিকেই ছাড় দেওয়া হবে না। পলাতক অন্য আসামিদের দ্রুত গ্রেপ্তারের জন্য জোর তৎপরতা চালাচ্ছে সিআইডি।’ 

উল্লেখ্য, ২০২২ সালের ২৮ জুন কুড়িগ্রাম সদরের বেলগাছা ইউনিয়নের নীলকণ্ঠ গ্রামে ওই ইউনিয়নের চেয়ারম্যান লিটন মিয়ার নেতৃত্বে ছাত্রলীগের কর্মী শামীম আশরাফ বাবলুর বাড়িতে হামলা চালায় দুর্বৃত্তরা। হামলায় গুরুতর আহত বাবলু চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় নিহতের বড় ভাই বাদী হয়ে ইউপি চেয়ারম্যান লিটন মিয়াসহ ১৭ জনের নাম উল্লেখ করে সদর থানায় মামলা করেন। তদন্তভার পাওয়ার পর অন্যতম প্রধান আসামি নুর কসাইকে গ্রেপ্তার করল সিআইডি।

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার

রান্নার চাল ধোয়ার জন্য নলকূপের পাড়ে গৃহবধূ, মিলল গলাকাটা মরদেহ

দিনে রোদের ছোঁয়া, রাত হলেই বাড়ে শীত—তেঁতুলিয়ায় তাপমাত্রা ৭.৫

ঠান্ডাজনিত রোগে মারা গেল ১৪৯৫ ছাগল

পাঁচবার তফসিল পরিবর্তন, বেরোবিতে নির্বাচন না হলে কেন নাটক: ছাত্রশিবির

ব্রাকসুর সকল কার্যক্রম স্থগিত

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন