হোম > অপরাধ > রংপুর

পাহারাদারকে অস্ত্রের মুখে বেঁধে অটো রাইস মিলে ডাকাতি

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের ফুলবাড়ীতে দেশীয় অস্ত্রের মুখে পাহারাদারকে বেঁধে রেখে অটো রাইস মিলে ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে পৌর শহরের উপজেলা পরিষদ রোডের প্রসিদ্ধ কালী অটো রাইস মিলে এ ঘটনা ঘটে।

জানা গেছে, বৃহস্পতিবার রাতে পাঁচ-ছয়জনের একটি ডাকাত দল মুখে কাপড় বাঁধা অবস্থায় কালী অটো রাইস মিলে ঢোকে। এরপর ডাকাতেরা মিলের পাহারাদার আমিন মুর্মুকে দেশীয় অস্ত্রের মুখে হাত-পা বেঁধে মুখে স্কচটেপ লাগিয়ে মিলের অফিসরুমের তালা ভেঙে সিন্দুকসহ স্টিলের ফাইল কেবিনেট এবং ক্যাশ বাক্স ভাঙচুর ও তছনছ করে। এ সময় ডাকাতেরা প্রায় ২ লাখ টাকা ও সিসি ক্যামেরার সেটআপ বক্স নিয়ে যায়।

পাহারাদার আমিন মুর্মু বলেন, রাতে আচমকা ডাকাত দল দেশি অস্ত্রের মুখে কিছু বুঝে ওঠার আগেই হাত-পা বেঁধে ফেলে। পরে মুখে স্কচটেপ লাগিয়ে কম্বলচাপা দিয়ে শুইয়ে রেখে ডাকাতি করে চলে যায়। তারা চলে যাওয়ার পর কৌশলে মুখের স্কচটেপ খুলে চিৎকার করলে অপর পাহারাদার শুকুমার রায় ছুটে এসে তাঁর হাত-পায়ের বাঁধন খুলে দেন।

মিলের ম্যানেজার প্রমোদ চন্দ্র সরকার বলেন, তিনি সকাল সাড়ে ৮টায় এসে ডাকাতির বিষয় জানতে পারেন। ডাকাতেরা প্রায় ২ লাখ টাকা ও সিসি ক্যামেরার হার্ডডিস্কসহ সেটআপ বক্স নিয়ে গেছে। অফিসের ফাইলপত্র তছনছ করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কালী অটো রাইস মিলের স্বত্বাধিকারী রাজেন্দ্র প্রসাদ গুপ্ত আজ সকালে বলেন, ‘আমি এখনো মিলে যাইনি। মিলে গেলে বিস্তারিত জানতে পারব। প্রাথমিকভাবে বিষয়টি থানার পুলিশকে জানিয়েছি।’

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল ইসলাম বলেন, ডাকাতি নয়, চুরির ঘটনা ঘটেছে। অভিযোগ নেওয়া হচ্ছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

কোরআন-সুন্নাহবিরোধী আইন করতে দেব না, এটা আমাদের অঙ্গীকার: মির্জা ফখরুল

তীব্র শীতে কাঁপছে মানুষ গুদামে তালাবদ্ধ কম্বল

ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, যুবক নিহত

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পঞ্চগড়ে চার দিন ধরে ঘন কুয়াশা ও কনকনে শীত

ফুলবাড়ীতে ট্রলির চাপায় সহযোগী নিহত

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

বিশেষ ট্রেনের দাবিতে বিএনপি নেতা-কর্মীদের রেলপথ অবরোধ, ছেড়ে যায়নি লালমনি এক্সপ্রেস

কাউনিয়ায় মহাসড়কে ঝরল দুই কৃষকের প্রাণ

রংপুর-৩ আসনে জি এম কাদেরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ