হোম > অপরাধ > রংপুর

ফুলবাড়ীতে জুয়া খেলার অপরাধে ৬ জন গ্রেপ্তার

প্রতিনিধি

ফুলবাড়ী (কুড়িগ্রাম): কুড়িগ্রামের ফুলবাড়ীতে তাস দিয়ে জুয়া খেলার অপরাধে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে নগদ অর্থসহ তাস খেলার সরঞ্জাম জব্দ করা হয়। গতকাল রোববার অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন-নওদাবস গ্রামে মৃত মজিবর আলীর ছেলে সবুজ সরকার (৪৮), রজম আলীর ছেলে নুরুজ্জামান (৪২), মৃত জহুরুলের ছেলে আজম আলী (৪৮), আফছার আলীর ছেলে কফিল উদ্দিন (৪৫), নুর মিয়ার ছেলে রাজু মিয়া (২৮) ও কাচু মামুদের ছেলে আমিরুল ইসলাম (৩৮)।

পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রোববার রাত ১০টায় উপজেলার বড়ভিটা এলাকার একটি বাঁশঝাড়ের ভেতরে তাসের গোপন আড্ডায় অভিযান চালানো হয়। এ সময় ওই ছয়জনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে নগদ অর্থসহ তাস খেলার সরঞ্জাম জব্দ করা হয়েছে।

ফুলবাড়ী থানার ওসি রাজীব কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ বাদী হয়ে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে জুয়া আইনে রাতেই মামলা দায়ের করেন। পরে আজ সোমবার সকালে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার

রান্নার চাল ধোয়ার জন্য নলকূপের পাড়ে গৃহবধূ, মিলল গলাকাটা মরদেহ

দিনে রোদের ছোঁয়া, রাত হলেই বাড়ে শীত—তেঁতুলিয়ায় তাপমাত্রা ৭.৫

ঠান্ডাজনিত রোগে মারা গেল ১৪৯৫ ছাগল