হোম > অপরাধ > রংপুর

কাউনিয়ায় শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

রংপুরের কাউনিয়ায় ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে করা মামলায় ৪৫ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার তাঁকে রংপুর আদালতে পাঠানো হয়। এর আগে গতকাল মঙ্গলবার রাতে শিশুটির বাবা বাদী হয়ে কাউনিয়া থানায় অভিযোগ করেন। 

কাউনিয়া থানার উপপরিদর্শক (এসআই) সাজু মিয়া বলেন, অভিযুক্ত ব্যক্তি গত শনিবার দুপুরে মোবাইলে ভিডিও দেখানোর লোভ দেখিয়ে ওই শিশুকে ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এ সময় শিশুটির মা পাশের বাড়িতে কাপড় সেলাই করছিল। ঘটনার পর শিশুটি কান্না করতে করতে তার মাকে বিষয়টি জানায়। শিশুটি অসুস্থ বোধ করলে রাতেই তাকে কুড়িগ্রামের রাজারহাট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে ঘটনাটি জানাজানি হলে গতকাল রাতে শিশুটির বাবা বাদী হয়ে কাউনিয়া থানায় অভিযোগ করেন। 

রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু সরকার মোবাইলে বলেন, ঘটনাস্থলটি কাউনিয়া থানার অধীনে। তাই এ বিষয়ে ভিকটিমের পরিবারকে সংশ্লিষ্ট থানায় যাওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়েছিল। 

এ বিষয়ে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমুর রহমান বলেন, ‘ঘটনার পর গত শনিবার রাতে ভুলবশত শিশুটির বাবা রাজারহাট থানায় একটি অভিযোগ দায়ের করেন। পরদিন ওই থানার পুলিশ ঘটনাস্থলে এসে ঘটনাটি তদন্ত করে। কিন্তু ঘটনা সম্পর্কে রাজারহাট থানার পুলিশ আমাদের অবগত করেনি। পরে আমরা জানতে পেরে গতকাল রাতেই শিশুটির বাবা-মাকে থানায় ডেকে আনি।’

ওসি আরও বলেন, রাতেই অভিযোগটি নারী ও শিশু নির্যাতন দমন আইনে এজাহারভুক্ত করা হয়। মামলা করার পরপরই এসআই সাজু মিয়া অভিযান চালিয়ে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেন। আজ তাঁকে রংপুর আদালতে পাঠানো হয়েছে। 

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার

রান্নার চাল ধোয়ার জন্য নলকূপের পাড়ে গৃহবধূ, মিলল গলাকাটা মরদেহ

দিনে রোদের ছোঁয়া, রাত হলেই বাড়ে শীত—তেঁতুলিয়ায় তাপমাত্রা ৭.৫

ঠান্ডাজনিত রোগে মারা গেল ১৪৯৫ ছাগল