হোম > অপরাধ > রংপুর

সৈয়দপুরে বোনের সঙ্গে অভিমান করে স্কুলছাত্রীর আত্মহত্যা

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

নীলফামারীর সৈয়দপুরে হুমায়রা মাহমুদ (১৫) নামের এক কিশোরী বড় বোনের ওপর অভিমান করে আত্মহত্যা করেছে। গত মঙ্গলবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। সে একই এলাকার মাহমুদ আলীর মেয়ে এবং স্থানীয় এক নারী শিক্ষাপ্রতিষ্ঠানের ১০ম শ্রেণির ছাত্রী।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, হুমায়রার বড় বোন হেনা পারভীন দু'দিন আগে শ্বশুরবাড়ি থেকে তাঁর বাবার বাড়িতে বেড়াতে আসেন। ঘটনার দিন সন্ধ্যায় পড়তে না বসে হুমায়রা তার ভাগনের (বোনের ছেলে) সঙ্গে গল্প করছিল। এ নিয়ে তার বড় বোন তাকে বকা দেয় এবং পড়তে বসার জন্য ঘরে পাঠায়। এতে রাগ করে হুমায়রা তার ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয়। পরিবারের লোকজন মনে করে ঘরে গিয়ে পড়তে বসেছে। কিন্তু বেশ কিছুক্ষণ পরে ডাকাডাকির করলে সাড়া না পাওয়ায় দরজা ভেঙে দেখে সে গলায় ওড়না পেঁচিয়ে ফ্যানের রডের সঙ্গে ঝুলে আছে। পরে তাকে উদ্ধার করলে পরিবারের লোকজন দেখে সে মারা গেছে।

সৈয়দপুর থানার ডিউটি অফিসার পুলিশের সহকারী পরিদর্শক মো. নয়ন আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। জানা যায় মেয়েটি রাগী স্বভাবের ছিল। সে তার বোনের ওপর অভিমান করে এ ঘটনা ঘটিয়েছে। পরে স্থানীয় কাউন্সিলরের অনুরোধে ও পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়। 

সহকারী পরিদর্শক আরও বলেন, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। 

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ

ফুলবাড়ীতে অবৈধ বালু পরিবহনের দায়ে ট্রলিচালকের কারাদণ্ড

নীলফামারীর কিশোরগঞ্জে ট্রাক্টরের ফলায় ছিন্নভিন্ন হয়ে যুবকের মৃত্যু

গাইবান্ধা-১: প্রার্থিতা ফিরে পেলেন জামায়াত নেতা মাজেদ

জামাতার প্রাইভেট কারের নিচে পিষ্ট হয়ে প্রাণ গেল শ্বশুরের

রংপুরে জি এম কাদের-আখতারের মনোনয়নপত্র বৈধ ঘোষণা