হোম > অপরাধ > রংপুর

ডিমলায় ‘বিষপানে’ সৌদিপ্রবাসীর ‘আত্মহত্যা’

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি

নীলফামারীর ডিমলায় ‘বিষপানে’ রশিদুল ইসলাম (৩৫) নামে এক সৌদিপ্রবাসী ‘আত্মহত্যা’ করেছেন বলে খবর পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

এর আগে মঙ্গলবার বিকেলে উপজেলার শুটিবারি এলাকায় মামা আবদুল গফুরের বাড়িতে বিষপান করে। পরে তাঁকে হাসপাতালে নেওয়া হয়েছিল। রশিদুল উপজেলার খালিশা চাপানি ইউনিয়নের চারঘড়ি গ্রামের হাসমত আলীর ছেলে। 

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার নাউতারা এলাকার আনিসুর ইসলামের মেয়ে রানী আক্তারকে ১৬ বছর আগে বিয়ে করেন রশিদুল। তাদের সংসারে এক ছেলে (১৩) ও এক মেয়ে (৮) আছে। ৬ বছর আগে রশিদুল সৌদি আরব চলে যান। স্ত্রী থাকেন বাবার বাড়িতে। এক মাস আগে সৌদি আরব থেকে দেশে ফেরেন তিনি। 

এ বিষয়ে জানতে চাইলে তার মামা আবদুল গফুর আজকের পত্রিকাকে বলেন, রশিদুল বিদেশ থেকে সব টাকা পয়সা তাঁর স্ত্রী রানীর নামে পাঠিয়েছিল। দেশে ফিরে টাকার হিসেব চাইলে রানী টালবাহানা শুরু করে। এ নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব সৃষ্টি হয়। সে শ্বশুরবাড়িতে গেলেই স্ত্রী সটকে পড়তেন, তাঁর সঙ্গে দেখা করতেন না। সেখান থেকে স্ত্রীকে নিজের কাছে নিয়ে আসতে চাইলে শ্বশুরবাড়ির লোকজন বাধা দেন। এ নিয়ে মানসিকভাবে বিপর্যস্ত রশিদুল মামার বাড়িতে এসে একটি ঘরে বিষপান করে। 

ডিমলা থানার তদন্ত কর্মকর্তা বিশ্বদেব রায় আজকের পত্রিকাকে বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ মর্গে রয়েছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। 

পীরগঞ্জে ধানখেত থেকে অটোভ্যানচালকের মরদেহ উদ্ধার

হাদির ওপর গুলির প্রতিবাদে গাইবান্ধায় বিএনপির বিক্ষোভ

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

৮ হাজার টাকা চুরি করতেই সস্ত্রীক মুক্তিযোদ্ধাকে হত্যা: পুলিশ

রংপুরে মুক্তিযোদ্ধা ও তাঁর স্ত্রীকে হত্যার ঘটনায় টাইলসমিস্ত্রি গ্রেপ্তার

সারের দাবিতে কৃষকদের মহাসড়ক অবরোধ

অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবি

রংপুরে মুক্তিযোদ্ধা ও তাঁর স্ত্রীকে হত্যার প্রতিবাদে মানববন্ধন

রংপুর বিভাগীয় ইজতেমার প্রথম দিনেই দুই মুসল্লির মৃত্যু

অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, ২ লাখ টাকা জরিমানা