হোম > অপরাধ > রংপুর

কিশোরীকে ধর্ষণের ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি, ৩ বন্ধু গ্রেপ্তার

প্রতিনিধি

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে কিশোরীকে ধর্ষণের ভিডিও ধারণ ও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকির মামলায় তিন বন্ধুকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার দিবাগত রাতে তিনজনকে পৃথক পৃথক স্থান থেকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ভিডিওটি উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- সৈয়দপুর উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের লক্ষ্মণপুর চড়কপাড়ার আব্দুল মালেকের ছেলে মো. মুন্না (২৫), একই গ্রামের পাঠানপাড়ার শওকত আলীর ছেলে মো. আলাল (২৫) ও আমজাদের মোড়ের শহিদুল ইসলামের ছেলে তৌফিক ইসলাম তুহিন (২০)।

জানা যায়, ২০১৮ সালে মুন্নার সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ওই কিশোরীর। ওই বছরের ৭ সেপ্টেম্বর তাঁরা দেখা করতে গেলে কিশোরীকে ধর্ষণ করেন মুন্না। এ সময় কৌশলে ধর্ষণের দৃশ্য মোবাইলে ধারণ করেন তিনি। ২০২০ সালের ২৪ জানুয়ারি ওই কিশোরীর সাথে একই গ্রামের মশিউর রহমানের ছেলে আশিকুর রহমানের বিয়ে হয়। ১০ এপ্রিল রাতে মুন্নার বন্ধু তুহিন কিশোরীকে দেখা করতে বলেন। দেখা করতে এলে তুহিন বলেন, মুন্নার সাথে তাঁর একটি ভিডিও তাঁর কাছে আছে। ভিডিওটি ডিলিট করার জন্য অনুরোধ করলে তুহিন দুই লাখ টাকা অথবা দৈহিক মেলামেশার প্রস্তাব দেন। গতকাল শনিবার সকালে তুহিন ফোনে ওই কিশোরীকে আবারো কল দেন এবং ভিডিওটি ফেসবুকে ছেড়ে দেওয়ার হুমকি দেন। বিকালেই ওই কিশোরী তিনজনের নামে সৈয়দপুর থানায় মামলা দায়ের করে।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সাইদুর রহমান জানান, মামলার পরপরই শহরের পাঁচমাথা মোড় থেকে তৌফিক ইসলাম তুহিন, আমজাদের মোড় থেকে মো. আলাল এবং মো. মুন্নাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

সৈয়দপুর থানার ওসি (তদন্ত) আতাউর রহমান জানান, নারী শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৯ (১)/৩০ তৎসহ পর্নোগ্রাফি আইন ২০১২–এর ৮(১/২/৭) ধারায় মামলাটি রুজু করা হয়েছে।

সৈয়দপুর থানার ওসি আবুল হাসনাত খান জানান, আজ সকালে গ্রেপ্তারকৃত আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার

রান্নার চাল ধোয়ার জন্য নলকূপের পাড়ে গৃহবধূ, মিলল গলাকাটা মরদেহ

দিনে রোদের ছোঁয়া, রাত হলেই বাড়ে শীত—তেঁতুলিয়ায় তাপমাত্রা ৭.৫

ঠান্ডাজনিত রোগে মারা গেল ১৪৯৫ ছাগল

পাঁচবার তফসিল পরিবর্তন, বেরোবিতে নির্বাচন না হলে কেন নাটক: ছাত্রশিবির

ব্রাকসুর সকল কার্যক্রম স্থগিত

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি