হোম > অপরাধ > রংপুর

তেঁতুলিয়ায় অবৈধভাবে মজুত ২৬৩ বস্তা সার জব্দ, আটক সাবেক ইউপি চেয়ারম্যান

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় অবৈধভাবে মজুত করা ২৬৩ বস্তা সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় সারের ডিলার ও সাবেক ইউপি চেয়ারম্যান মোস্তফা জামান রাজুকে আটক করা হয়েছে। আজ বৃহস্পতিবার অভিযান চালিয়ে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের সরকারপাড়া এলাকার দুটি স্থান থেকে সারগুলো জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহাগ চন্দ্র সাহা আজকের পত্রিকাকে বলেন, ‘মেসার্স রুম্পা ট্রেডার্সের মালিক ও ডিলার মোস্তফা কামাল রাজু গোডাউনে সার না রেখে বেশি দামে বিক্রির জন্য অবৈধভাবে ২৬২ বস্তা সার মজুত করেছেন। এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রথমেই একটি বাড়ি থেকে ১৭৩ বস্তা ও অন্য আরেকটি স্থান থেকে ৯০ বস্তা ডিএপি সার জব্দ করি। এ ঘটনায় বিসিআইসির ডিলারের বিরুদ্ধে মামলা প্রস্তুতি চলছে। তাকে থানা হেফাজতে নেওয়া হয়েছে।’ 

উপজেলা প্রশাসন এবং পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের শিলাইকুঠিন বাজারে মেসার্স রুম্পা ট্রেডার্সের মালিকের চা-বাগানের ঘরে ৯০ বস্তা ও ফজললুক হকের বাড়িতে ১৭৩ বস্তা ডিএপি (ড্যাপ) সার অবৈধভাবে মজুত করার অভিযোগ পায় উপজেলা প্রশাসন। আজ উপজেলা প্রশাসন পুলিশ নিয়ে অভিযান পরিচালনা করে অবৈধভাবে রাখা সার জব্দ করে। 

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘সার জব্দের ঘটনায় বিসিআইসি ডিলার মোস্তফা জামান রাজুকে আটক করা হয়েছে। এ বিষয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে।’ 

এ বিষয়ে সারের ডিলার ও সাবেক ইউপি চেয়ারম্যান মোস্তফা জামান রাজু আজকের পত্রিকাকে বলেন, ‘আমি সারের ডিলার, আমি তো চুরি-ডাকাতি করিনি। গতকাল সারের জন্য টাকা পেমেন্ট করেছি। বুড়াবুড়ি বাজারে গোডাউন না থাকায় এভাবে রাখতে হয়েছে। তাই আমাকে ক্ষতিগ্রস্ত না করে সারগুলো আগের দামে বিক্রি করে দেওয়ার অনুরোধ জানালেও কাজ হয়নি।’ 

অভিযানের সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম, তেঁতুলিয়া মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী এবং বুড়াবুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তারেক হোসেন।

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার

রান্নার চাল ধোয়ার জন্য নলকূপের পাড়ে গৃহবধূ, মিলল গলাকাটা মরদেহ

দিনে রোদের ছোঁয়া, রাত হলেই বাড়ে শীত—তেঁতুলিয়ায় তাপমাত্রা ৭.৫

ঠান্ডাজনিত রোগে মারা গেল ১৪৯৫ ছাগল

পাঁচবার তফসিল পরিবর্তন, বেরোবিতে নির্বাচন না হলে কেন নাটক: ছাত্রশিবির

ব্রাকসুর সকল কার্যক্রম স্থগিত

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি