কুড়িগ্রামে ধর্মান্তরিত খ্রিষ্টান বীর মুক্তিযোদ্ধা হোসেন আলী হত্যা মামলায় অভিযুক্ত ৫ জেএমবি সদস্যকে যুক্তিতর্ক উপস্থাপনের জন্য জেলা কারাগার থেকে আদালতে নেওয়া হয়। আজ সোমবার বেলা দেড়টার দিকে বিজ্ঞ জেলা ও দায়রা জজ মো. আব্দুল মান্নানের আদালতে দুটি মামলায় যুক্তিতর্ক উপস্থাপন করেন আইনজীবীরা। শুনানি শেষে আগামী ২৩ জুন মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেন আদালত।
জানা যায়, ২০১৬ সালের ২২ মার্চ কুড়িগ্রামের গাড়িয়াল পাড়া এলাকায় প্রাতর্ভ্রমণের সময় ধর্মান্তরিত খ্রিষ্টান বীর মুক্তিযোদ্ধা হোসেন আলীকে কুপিয়ে হত্যা করে ককটেল ফাটিয়ে পালিয়ে যায় হত্যাকারীরা। এ ঘটনায় বিস্ফোরক ও হত্যা মামলা দায়ের করা হয়। পরবর্তী সময়ে ৭ নভেম্বর কুড়িগ্রাম সদর থানা-পুলিশ ১০ জেএমবি সদস্যকে অভিযুক্ত করে কুড়িগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চার্জশিট জমা দেয়।
আজ হত্যা ও বিস্ফোরক আইনে পৃথকভাবে দায়ের মামলায় সরকারের পক্ষে পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট এস এম আব্রাহাম লিংকন ও আসামিদের পক্ষে অ্যাডভোকেট হুমায়ূন কবির যুক্তিতর্কে অংশ নেন।
অ্যাডভোকেট এস এম আব্রাহাম লিংকন বলেন, মুক্তিযোদ্ধা হোসেন আলীকে কীভাবে হত্যা করা হয়েছে, কারা কারা জড়িত ছিল এ নিয়ে ১৬৪ ধারায় ৫ জেএমবি সদস্য স্বেচ্ছা জবানবন্দি দিয়েছেন। তাঁরা জবানবন্দি প্রত্যাহার করেননি।
পিপি আরও বলেন, ‘আজ বিস্ফোরক ও হত্যা মামলায় সওয়াল-জবাব করা হয়। ভবিষ্যতে মামলার রায় হতে পারে। আমরা সাক্ষ্যপ্রমাণ উপস্থাপন করেছি। আমরা চাই, যারা রাষ্ট্র ও রাষ্ট্রের বিধানকে চ্যালেঞ্জ করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক।’