হোম > অপরাধ > রংপুর

বোনের বাড়ি বেড়াতে গিয়ে ধর্ষিত কিশোরী, ভগ্নিপতি গ্রেপ্তার

ঠাকুরগাঁও প্রতিনিধি

সদর উপজেলার সালন্দর সিংপাড়া এলাকায় শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে মো. সুমন (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। 

আজ রোববার সকালে শ্বশুরের করা মামলায় গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। 

মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার উপপরিদর্শক (নিরস্ত্র) পারভিন বেগম জানান, ধর্ষণের শিকার আনুমানিক ১৩ বছর বয়সী ওই কিশোরীকে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তার ডাক্তারি পরীক্ষাও করা হয়েছে। 

মামলার বিবরণে জানা যায়, সদর উপজেলার সালন্দর সিংপাড়া গ্রামের আব্দুর সবুরের ছেলে মো. সুমন দেবীপুর ইউপির দারাজগাঁওয়ে তিন বছর আগে বিয়ে করে। তাঁর সংসারে দুই বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে। গত ১০ ফেব্রুয়ারি মামলার বাদী তাঁর সপ্তম শ্রেণি পড়ুয়া ছোট মেয়েকে সঙ্গে নিয়ে বড় মেয়ের বাড়ি বেড়াতে যান। সেখানে ছোট মেয়েকে রেখে বাড়িতে আসেন। ওই দিনই রাতে স্ত্রী ও কন্যা ঘুমিয়ে গেলে সুমন মুখে ওড়না পেঁচিয়ে ওই কিশোরীকে ধর্ষণ করেন। ধর্ষণের বিষয়টি পরিবারের লোকজনকে জানালে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয় তাকে। 

মামলার তদন্তকারী কর্মকর্তা আরও জানান, মামলা গ্রহণের পরপরই অভিযান চালিয়ে সুমনকে গ্রেপ্তার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার

রান্নার চাল ধোয়ার জন্য নলকূপের পাড়ে গৃহবধূ, মিলল গলাকাটা মরদেহ

দিনে রোদের ছোঁয়া, রাত হলেই বাড়ে শীত—তেঁতুলিয়ায় তাপমাত্রা ৭.৫

ঠান্ডাজনিত রোগে মারা গেল ১৪৯৫ ছাগল

পাঁচবার তফসিল পরিবর্তন, বেরোবিতে নির্বাচন না হলে কেন নাটক: ছাত্রশিবির

ব্রাকসুর সকল কার্যক্রম স্থগিত

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন