রংপুরের কাউনিয়ায় সাত বছরের শিশু ধর্ষণ মামলায় মোফাজ্জল মণ্ডল নামে এক ব্যক্তি (৫০) গ্রেপ্তার হয়েছেন। আজ শনিবার বিকেলে মোফাজ্জল মণ্ডলকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গতকাল শুক্রবার (২০ জানুয়ারি) বিকেলে এ ধর্ষণের ঘটনা ঘটে। রাতেই শিশুটির মা বাদী হয়ে মোফাজ্জল মণ্ডলকে আসামি করে মামলা করেন।
মামলা সূত্রে জানা যায়, গতকাল মেয়েকে বাড়িতে রেখে কৃষি কাজে মাঠে যান মা। বিকেলে মায়ের কাছে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয় মেয়েটি। পথে একা পেয়ে মরিচ খেতে নিয়ে ধর্ষণ করেন মোফাজ্জল। এ সময় মেয়েটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে মোফাজ্জল পালিয়ে যান। ধর্ষণের সময় ধস্তাধস্তিতে মেয়েটির ডান হাত ভেঙে গেছে।
এ বিষয়ে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোন্তাছের বিল্লাহ বলেন, ‘এ ব্যাপারে শুক্রবার রাতে শিশুটির মা বাদী হয়ে মোফাজ্জল মণ্ডলকে আসামি করে থানায় মামলা করেন। মামলার পর রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত মোফাজ্জল মণ্ডলকে গ্রেপ্তার করে পুলিশ। আজ বিকেলে মোফাজ্জল মণ্ডলকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’
ভুক্তভোগী শিশুটিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।