হোম > অপরাধ > রংপুর

বোদায় কবর থেকে ১৩ মরদেহ চুরি

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি

পঞ্চগড়ের বোদা উপজেলার চন্দনবাড়ির সরকারপাড়া ও দলুয়া দিঘি গোরস্থান থেকে ১৩টি মরদেহ চুরির ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সকালে ঘটনাটি জানাজানি হলে হাজার হাজার উৎসুক মানুষজন সেখানে ভিড় করেন। 

এলাকাবাসীরা বলেন, ওই এলাকার সুমন নামে এক শিশু কয়েকটি কবরের মাটি অন্যত্র দেখতে পায়। বিষয়টি স্থানীয় লোকজনকে জানালে তাঁরা তাঁদের আত্মীয়স্বজনদের কবর দেখতে যায়। এ সময় মায়া, আফরোজা, ধলু, খয়রুল আলম, চকলেট, আলশিয়া, মকছেদ আলীসহ ১৩টি কবরের মাটি খোঁড়া অবস্থায় দেখতে পাওয়া যায়। মৃত এক ব্যক্তির পরিবারের সদস্যরা মরদেহ চুরির বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য নিজেরাই কবর খোঁড়েন। কিন্তু সেখানে কোনো মরদেহ পাওয়া যায়নি। পরে বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানানো হয়। 

দলুয়া এলাকার মকছেদ আলী বলেন, আমরা বিষয়টি নিয়ে আতঙ্কিত। এমন ঘটনা এ এলাকায় প্রথম ঘটেছে। এমন হলে আমরা কি করব। একজন মানুষ মরার পরেও নিরাপদ নয়। তবে এ ঘটনাটি এক রাতের বিষয় নয়। এটি করতে কয়েক দিন সময় লাগতে পারে। 

চন্দনবাড়ি ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান নজরুল ইসলাম প্রধান বলেন, আমি বিষয়টি শোনার পরে এখানে এসে হতাশ হলাম। এমন ঘটনা আমাদের এলাকায় বিরল। তবে এক ব্যক্তির পরিবারের সদস্যরা তাঁদের স্বজনের কবর খুঁড়লে সেখানে মরদেহের কাপড় ছাড়া কোনো কিছুই পাওয়া যায়নি। 

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। বিষয়টি নিয়ে একেকজন মানুষ একেক মতো প্রকাশ করছেন।  

বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা সোলেমান আলী বলেন, আমি ঘটনাটি শুনে এখানে আসলাম। যেহেতু বিষয়টি স্পর্শকাতর সে কারণে গোরস্থান কমিটিকে আইনের সহায়তা নিতে হবে। পরিবর্তিতে আদালত নির্দেশ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। 

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ