নীলফামারীর কিশোরগঞ্জে অফিস সহায়িকাকে ধর্ষণ মামলায় স্কুলশিক্ষক হাবিবুর রহমানকে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ। আজ রোববার দুপুরে তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে গতকাল শনিবার রাত সাড়ে ৭টার দিকে তাঁকে আটক করা হয়।
আসামি হাবিবুর রহমান উপজেলার দক্ষিণ রাজীব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
মামলার এজাহার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, প্রধান শিক্ষক হাবিবুর রহমান অফিস সহায়িকাকে বিয়ের প্রলোভনে দীর্ঘদিন ধরে ধর্ষণ করে আসছে। পরে স্বামী পরিত্যক্তা ওই অফিস সহায়িকা বিয়ের জন্য বললে ওই শিক্ষক নানা অজুহাতে সময়ক্ষেপণ করতে থাকেন। একইভাবে গতকাল রাত সাড়ে ৭টার দিকে শিক্ষক হাবিবুর অফিস সহায়িকার বাড়িতে গিয়ে আবারও বিয়ের প্রলোভন দেখান। এ সময় তিনি কথা না শুনে হাবিবুর রহমানের প্রস্তাব প্রত্যাখ্যান করেন। এতে ওই শিক্ষক আবারও ওই অফিস সহায়িকাকে জোরপূর্বক ধর্ষণ করের। ঘটনার সময় তাঁর ডাকচিৎকারে ভুক্তভোগীর ছেলে ও এলাকাবাসীর এগিয়ে এসে ওই শিক্ষককে আটক করে পুলিশে খবর দেয়।
পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই শিক্ষককে আটক করে থানায় নিয়ে যায়। রাতেই ভুক্তভোগী ওই অফিস সহায়িকা বাদী হয়ে থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। মামলা নম্বর ৫।
কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজীব কুমার রায় বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ দুপুরে ওই স্কুলশিক্ষককে জেলহাজতে পাঠানো হয়েছে।