হোম > অপরাধ > রংপুর

বন্ধুসহ নিজের স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবক কারাগারে

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি

লালমনিরহাটের হাতীবান্ধায় বন্ধুকে দিয়ে স্ত্রীকে ধর্ষণের অভিযোগে স্বামী আশরাফুল আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুরে গ্রেপ্তার আশরাফুল আলমকে (৩২) আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। 

এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার মধ্য গড্ডিমারী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

স্থানীয়রা অভিযোগ করেন, বুধবার রাতে ওই গৃহবধূকে তাঁর বাবার বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন স্বামী আশরাফুল। পরে তাঁকে বাবার বাড়িতে না নিয়ে এক পরিচিতের বাড়িতে ওঠেন। ওই রাতেই প্রথমে স্বামী, এরপর তাঁর বন্ধু জামাল হোসেন গৃহবধূকে নির্যাতন ও জোড় করে ধর্ষণ করেন। 

বৃহস্পতিবার সকালে জোর করে ওই গৃহবধূকে তার বাবার বাড়ি পাঠিয়ে দেওয়ার চেষ্টা করেন আশরাফুল। পরে স্থানীয়রা বিষয়টি বুঝতে পেরে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে অভিযুক্ত স্বামী আশরাফুলকে আটক করে থানায় নিয়ে যায়। পরে ওই গৃহবধূকে প্রথমে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। পরে তাঁর উন্নত চিকিৎসার জন্য লালমনিরহাট সদর হাসপাতালে পাঠানো হয়। 

এ বিষয়ে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক কর্মকর্তা ডা. জুয়েল রানার মোবাইল নম্বরে একাধিকবার কল করা হলেও তিনি কল রিসিভ করেননি। 

এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম বলেন, স্বামীর সহযোগিতায় এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে স্থানীয়রা আশরাফুলকে আটক করে পুলিশে দেয়। পরে জিজ্ঞাসাবাদ শেষে শুক্রবার দুপুরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

সারজিসের নগদ টাকা আছে ৩ লাখ ১১ হাজার, পেশায় ব্যবসায়ী

পীরগঞ্জে তাল, খেজুরসহ বিভিন্ন গাছের মাথা কেটে দিলেন পল্লী বিদ্যুতের কর্মীরা

কোরআন-সুন্নাহবিরোধী আইন করতে দেব না, এটা আমাদের অঙ্গীকার: মির্জা ফখরুল

তীব্র শীতে কাঁপছে মানুষ গুদামে তালাবদ্ধ কম্বল

ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, যুবক নিহত

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পঞ্চগড়ে চার দিন ধরে ঘন কুয়াশা ও কনকনে শীত

ফুলবাড়ীতে ট্রলির চাপায় সহযোগী নিহত

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

বিশেষ ট্রেনের দাবিতে বিএনপি নেতা-কর্মীদের রেলপথ অবরোধ, ছেড়ে যায়নি লালমনি এক্সপ্রেস