হোম > অপরাধ > রংপুর

ফুলবাড়ীতে স্কুলছাত্রী ধর্ষণের শিকার, গ্রেপ্তার ১ 

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের ফুলবাড়ীতে এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। এ অভিযোগে মো. রিফাত হোসেন (২২) নামে এক যুবককে আটক করেছে থানা-পুলিশ। আজ বৃহস্পতিবার ভোরে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রিফাত পূর্ব নারায়ণপুর গ্রামের মো. জাহাঙ্গীর আলমের ছেলে এবং এক সন্তানের জনক। 

এর আগে বুধবার রাত সাড়ে ১০টার দিকে ফুলবাড়ী উপজেলায় এ ঘটনা ঘটে। 

পুলিশ ও ধর্ষণের শিকার ওই স্কুলছাত্রীর পরিবার সূত্রে জানা যায়, চলতি বছরের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী ওই ছাত্রীকে বাড়িতে খুঁজে পাওয়া যাচ্ছিল না। বাড়ির লোকজনসহ প্রতিবেশীরা দীর্ঘ সময় ধরে মেয়েকে খোঁজাখুঁজি করে। একপর্যায়ে রাত আড়াইটার দিকে বাড়ি থেকে প্রায় দুই কিলোমিটার দূরে নির্জন স্থানে তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে পুলিশকে খবর দিলে, তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ সময় তার হাতের কবজির ওপরের অংশে ব্লেড দিয়ে কাটা দাগ দেখা যায়। পরে থানা-পুলিশ ভুক্তভোগীর সঙ্গে কথা বলে অভিযুক্ত রিফাত হোসেনকে গ্রেপ্তার করে। 

ফুলবাড়ী থানার ওসি মো. আশরাফুল ইসলাম বলেন, ঘটনার বিষয়টি জানার পরপরই পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত রিফাতকে গ্রেপ্তার করেছে। মেয়েটি জানিয়েছে রিফাত হোসেনই তাঁকে ধর্ষণ করেছে। তাঁর ডাক্তারি পরীক্ষার জন্য আজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মেয়েটির বাবা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃত রিফাত হোসেনকে জেল হাজতে পাঠানো হয়েছে। 

কোরআন-সুন্নাহবিরোধী আইন করতে দেব না, এটা আমাদের অঙ্গীকার: মির্জা ফখরুল

তীব্র শীতে কাঁপছে মানুষ গুদামে তালাবদ্ধ কম্বল

ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, যুবক নিহত

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পঞ্চগড়ে চার দিন ধরে ঘন কুয়াশা ও কনকনে শীত

ফুলবাড়ীতে ট্রলির চাপায় সহযোগী নিহত

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

বিশেষ ট্রেনের দাবিতে বিএনপি নেতা-কর্মীদের রেলপথ অবরোধ, ছেড়ে যায়নি লালমনি এক্সপ্রেস

কাউনিয়ায় মহাসড়কে ঝরল দুই কৃষকের প্রাণ

রংপুর-৩ আসনে জি এম কাদেরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ