হোম > অপরাধ > রংপুর

ঘরে মায়ের গলাকাটা লাশ, ছেলেদের অভিযোগ বাবার দিকে

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার ভোরে উপজেলার পৌর এলাকার ২ নম্বর ওয়ার্ডের কবিরের ভিটা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের দুই ছেলে বাবাকে দায়ী করছে। 

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপ কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেছেন। 

নিহত গৃহবধূর নাম লতা রানী (৪০)। তিনি কবিরের ভিটা গ্রামের সত্য চন্দ্র শীলের স্ত্রী। তাঁকে ঘুমন্ত অবস্থায় কুপিয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ ও পরিবারের লোকজন। 

ঘটনার পর থেকে চন্দ্র শীল পলাতক রয়েছেন। গৃহবধূর ঘরের বিছানার নিচ থেকে রক্তমাখা কুড়াল উদ্ধার করেছে পুলিশ। 

২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও প্রতিবেশী শামসুল হক নিহতের ছেলেদের বরাতে জানান, লতা রানী তাঁর স্বামীসহ রাতে একই ঘরে ঘুমাতে যান। রাত ৩টার দিকে ওই কক্ষ থেকে হঠাৎ অস্বাভাবিক শব্দ শুনে পাশের কক্ষে থাকা তার ছোট ছেলে সাগর (১৭) জেগে ওঠে। সে ঘরে গিয়ে দেখতে পায় মায়ের গলাকাটা লাশ বিছানায় পড়ে আছে। 

তিনি আরও জানান, পাশে তার বাবা সত্য চন্দ্র শীল দাঁড়িয়ে আছেন। মাকে হত্যা করা নিয়ে বাবা-ছেলের বাগ্‌বিতণ্ডায় পরিবার ও প্রতিবেশী লোকজন জেগে ওঠে। লোকজন ওই বাড়িতে ভিড় করলে সত্য চন্দ্র পালিয়ে যান। 

শামসুল হক বলেন, ‘আমি খবর পেয়ে রাতেই ওই বাড়িতে যাই। গিয়ে দেখি, নিহতের বড় ছেলে সোহাগ (২৫) মাকে হত্যার জন্য তাঁর বাবাকে দোষারোপ করছেন। তবে তাঁর বাবা দায় স্বীকার করছিলেন না। পরে তিনি বাড়ি থেকে পালিয়ে যায়। কী কারণে হত্যাকাণ্ড, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।’ 

ওসি রূপ কুমার সরকার বলেন, গৃহবধূ হত্যাকাণ্ডে তাঁর স্বামী জড়িত বলে ধারণা করা হচ্ছে। তিনি পলাতক রয়েছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার

রান্নার চাল ধোয়ার জন্য নলকূপের পাড়ে গৃহবধূ, মিলল গলাকাটা মরদেহ

দিনে রোদের ছোঁয়া, রাত হলেই বাড়ে শীত—তেঁতুলিয়ায় তাপমাত্রা ৭.৫

ঠান্ডাজনিত রোগে মারা গেল ১৪৯৫ ছাগল

পাঁচবার তফসিল পরিবর্তন, বেরোবিতে নির্বাচন না হলে কেন নাটক: ছাত্রশিবির

ব্রাকসুর সকল কার্যক্রম স্থগিত

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ