হোম > অপরাধ > রংপুর

বাড়ির ফটকে পড়ে ছিল ব্যবসায়ীর গলাকাটা লাশ

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের বিরামপুরে ব্যবসায়ী হাবিবুর রহমানের (৪০) গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার ভোর ৫টার দিকে বাড়ির সামনের প্রধান ফটকে তাঁর মরদেহ পাওয়া যায়। 

নিহত হাবিবুর রহমান পৌর এলাকার চাঁদপুর মহল্লার মৃত মনছের আলীর ছেলে। তিনি কাঁচামালের ব্যবসায়ী ছিলেন। এর আগে গতকাল বুধবার মধ্য রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে ফেলে রেখে যায়। 
 
নিহতের স্ত্রী সুলতানা বেগম বলেন, ‘প্রতিদিন মতো বিরামপুর কলেজ বাজারের বটতলীতে কাঁচামালের দোকানে কাজ সেরে গতকাল রাত ১১টার দিকে বাড়িতে আসে। রাতের খাবার খেয়ে বাড়ির মেইন গেটের বাইরে তালা লাগিয়ে বের হয়ে যায়। গভীর রাত হওয়ার কারণে আমি ও আমার মেয়ে ঘুমিয়ে পড়ি। আজ ভোরে বাইরে দরজা খুলতে গিয়ে বাইরের গেট বন্ধ দেখতে পেয়ে আমার ছোট ছেলে প্রাচীর টপকে বের হয়। এ সময় গেটের সামনে তার বাবার গলাকাটা লাশ দেখতে পায়।’ 

সকালে খবর পেয়ে বিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার ও বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রতকুমার সরকার ঘটনাস্থল পরিদর্শন করেন। 

ওসি বলেন, দুর্বৃত্তরা হবিবুর রহমানকে হত্যা করে বাড়ির সামনে ফেলে রাখে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক টিম হত্যার রহস্য উদ্ঘাটনের জন্য ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে দিনাজপুর এম রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ পাঠানো হয়েছে। হত্যা মামলার প্রস্তুতি চলছে।

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ

ফুলবাড়ীতে অবৈধ বালু পরিবহনের দায়ে ট্রলিচালকের কারাদণ্ড