হোম > অপরাধ > রংপুর

পঞ্চগড়ে অন্তঃসত্ত্বা গৃহবধূর মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ে রুবিনা আক্তার পিংকি (১৮) নামে এক অন্তঃসত্ত্বা গৃহবধূকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গৃহবধূর বাবার অভিযোগ, পারিবারিক কলহের জেরে মেয়েকে শ্বাসরোধ করে হত্যা করেছেন তাঁর স্বামী আমিনুর রহমান। তবে স্বামীর দাবি, তাঁর স্ত্রী বিষপানে আত্মহত্যা করেছেন। 

রুবিনা আক্তার পিংকি পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের বড়বাড়ি প্রধানপাড়া গ্রামের আমিনুর রহমানের স্ত্রী এবং কামাত কাজলদিঘী ইউনিয়নের সরকারপাড়া এলাকার রবিউল ইসলামের মেয়ে। 

স্বজন ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, মাত্র চার মাস আগে আমিনুর রহমানের সঙ্গে বিয়ে হয় রুবিনা আক্তার পিংকির। বিয়ের সময় দেড় লাখ টাকা যৌতুক দেওয়া হয়। কিন্তু বিয়ের এক মাস পার না হতেই আবারও যৌতুক দাবি করে বসেন আমিনুর। এ জন্য প্রায় সময় মারধর করা হতো পিংকিকে। এ নিয়ে গত তিন মাসে কয়েকবার সালিস বৈঠকও হয়েছে। 

গত বৃহস্পতিবার রাতে পিংকি ‘বিষপান করেছেন’ এমন তথ্য দিয়ে পঞ্চগড় সদর হাসপাতালে নিয়ে যান স্বামী আমিনুর। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁর স্ত্রীকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে শুক্রবার সকালে হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল করে পুলিশ। ময়নাতদন্তের পর বিকেলে লাশ হস্তান্তর করলে রাতে দাফন করা হয়।

নিহত পিংকির বাবা রবিউল বলেন, ‘বৃহস্পতিবার সন্ধ্যায় মেয়ে জামাই আমিনুর মোবাইলে কল করে জানায় আমার মেয়ে বিষ খেয়েছে, তাকে হাসপাতালে নেওয়া হচ্ছে। আমি হাসপাতালে গিয়ে শুনি মেয়ে বেঁচে নেই। আমি ডাক্তারের সঙ্গে কথা বলেছি, আমার মেয়ে বিষ খায়নি বলেছে ডাক্তার।’ 

রবিউল বলেন, ‘আমার মেয়েকে বালিশ চাপা দিয়ে হত্যা করা হয়েছে। এখন বাঁচার জন্য বিষপানের অপবাদ দিচ্ছে। আমি এই হত্যার বিচার চাই।’ এ নিয়ে তিনি মামলা করবেন বলেও জানান। 

এদিকে গৃহবধূর স্বামী আমিনুর রহমান বলেন, ‘পারিবারিক কলহের জেরে কয়েকটি চড়থাপ্পড় দিয়েছিলাম। এ জন্য অভিমানে বিষপান করেছে পিংকি।’ তাঁর স্ত্রী অন্তঃসত্ত্বা ছিলেন বলে নিশ্চিত করেন তিনি। 

পঞ্চগড় সদর থানার পরিদর্শক (তদন্ত) দুলাল উদ্দীন বলেন, ‘লাশ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আর এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ

ফুলবাড়ীতে অবৈধ বালু পরিবহনের দায়ে ট্রলিচালকের কারাদণ্ড

নীলফামারীর কিশোরগঞ্জে ট্রাক্টরের ফলায় ছিন্নভিন্ন হয়ে যুবকের মৃত্যু

গাইবান্ধা-১: প্রার্থিতা ফিরে পেলেন জামায়াত নেতা মাজেদ

জামাতার প্রাইভেট কারের নিচে পিষ্ট হয়ে প্রাণ গেল শ্বশুরের

রংপুরে জি এম কাদের-আখতারের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

১২ মামলার আসামি জি এম কাদের, বেড়েছে নগদ অর্থ ও সম্পদ