হোম > অপরাধ > রংপুর

ঢাকা মেট্রো-গ ২৭-১৬১৩: ৭৭ কেজি গাঁজাসহ কুড়িগ্রামে জব্দ গাড়ির মালিক কে

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ৭৭ কেজি গাঁজাসহ একটি প্রাইভেট কার জব্দ করেছে পুলিশ। চেকপোস্ট দেখতে পেয়ে গাড়িটি ফেলে পালিয়ে গেছেন চালক ও আরোহী। গতকাল শুক্রবার রাতে উপজেলার কলেজ মোড় এলাকায় নাগেশ্বরী-কুড়িগ্রাম সড়কে প্রাইভেট কার জব্দের ঘটনা ঘটে। তবে, জব্দ করা ঢাকা মেট্রো-গ ২৭-১৬১৩ নম্বরের এই গাড়ির মালিকের নাম এখনো জানাতে পারেনি পুলিশ। 

 ৭৭ কেজি গাঁজাসহ প্রাইভেট কার জব্দের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপ কুমার সরকার। 

পুলিশের একটি দায়িত্বশীল সূত্র জানায়, এর আগে দুবার মাদকসহ ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) হাতে প্রাইভেট কারটি জব্দ হয়। এর মালিক নাটোর জেলার বাসিন্দা। আইনের ফাঁকফোকরে গাড়িটি ছাড়িয়ে নেওয়া হয়েছে। গাড়িটি আবারও মাদক কারবারে ব্যবহৃত হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত খোঁজ-খবর নেওয়া হচ্ছে। 

পুলিশ জানায়, গতকাল শুক্রবার রাতে নাগেশ্বরীর পথ ধরে প্রাইভেট কারে করে মাদক পাচার হবে, এমন খবরে উপজেলার কলেজ মোড় এলাকায় চেকপোস্ট বসায় পুলিশ। এ সময় ওই পথে আসা প্রাইভেট কারের চালক পুলিশের উপস্থিতি টের পেয়ে চেকপোস্ট থেকে কিছুটা দূরত্বে গাড়ি থামিয়ে পালিয়ে যান। পরে পুলিশ গাড়ির পেছনের চেম্বার থেকে ৭৭ কেজি গাঁজা উদ্ধার করে। গাড়িটি জব্দ করে থানায় নেওয়া হয়। 

নাগেশ্বরী থানার ওসি রূপ কুমার সরকার বলেন, ‘প্রাইভেট কারটি সম্ভবত ফুলবাড়ী সীমান্ত থেকে মাদক নিয়ে ঢাকার দিকে যাচ্ছিল। এ সময় আমাদের হাতে আটক হয়।’ 

অভিযানের নেতৃত্বে থাকা নাগেশ্বরী সার্কেলের সহকারী পুলিশ সুপার মাসুদ রানা বলেন, ‘জব্দ প্রাইভেট কারে চালকসহ দুই বা ততোধিক ব্যক্তি ছিলেন বলে ধারণা করা হচ্ছে। একটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে। গাড়ি র মালিকানা যাচাই করা হচ্ছে। সবকিছু নিশ্চিত হয়ে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

সমাবেশ থেকে ফেরার পথে দুর্ঘটনা, প্রাণ গেল কর্মীর

‘১০ লাখ দিলেই তুমি সভাপতি’ বেরোবি ছাত্রদলের কমিটি নিয়ে অভিযোগ

‘সেবা বন্ধ থুইয়া মানুষোক জিম্মি করি আন্দোলন করেছে, গরিব মানুষ কোনঠে যাইবে’

স্থগিতাদেশ তুলে ব্রাকসুর নতুন রোডম্যাপ প্রকাশ

একটি শ্রেণি সংস্কার ছাড়াই ক্ষমতায় যেতে ‘ডাবল পাগল’ হয়ে গেছে: রেজাউল করীম

বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী নিহত

পাঁচ দফা দাবিতে রংপুরে সমমনা ৮ দলের বিভাগীয় সমাবেশ আজ, দলে দলে আসছেন নেতা-কর্মীরা

শ্বশুর-জামাইকে পিটিয়ে হত্যায় জড়িতের অভিযোগে যুবক গ্রেপ্তার

নীলফামারীতে গৃহবধূকে ধর্ষণ ও হত্যার দায়ে ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড

স্বামীকে হত্যার দায়ে স্ত্রী ও তাঁর প্রেমিকের যাবজ্জীবন কারাদণ্ড