হোম > অপরাধ > রংপুর

আ.লীগ নেতার বিরুদ্ধে তাঁতী লীগ নেত্রীকে ধর্ষণের অভিযোগ

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি

গাইবান্ধার পলাশবাড়ীতে আওয়ামী লীগের নেতা রফিকুল ইসলামের (৪৫) বিরুদ্ধে তাঁতী লীগের এক নারী নেত্রী (৩১) বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেছেন। গতকাল বুধবার রাতে পলাশবাড়ী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়।

অভিযুক্ত রফিকুল ইসলাম পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগের সদস্য ও বরিশাল ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি। এ ছাড়া রফিক দৈনিক বাংলাদেশ টুডে ও আমাদের অর্থনীতি পত্রিকার গাইবান্ধা প্রতিনিধি।

মামলায় ওই নারী নেত্রী জানান, বিয়ের আশ্বাসে তাঁর সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন রফিকুল ইসলাম। দীর্ঘদিনের সম্পর্কের সূত্রে ঢাকার বিভিন্ন আবাসিক হোটেলসহ বাসাভাড়া করেও ছিলেন তাঁরা। কিছুদিন ধরে ওই নেত্রী বিয়ে করতে চাপ দিলে রফিকুল নানা টালবাহানা শুরু করেন। ঘটনাটি জানাজানি হলে দলের নেতা–কর্মীসহ স্থানীয়রা সমাধানের চেষ্টা করে। কিন্তু রফিকুল তাঁকে বিয়ে করতে অস্বীকৃতি প্রকাশ করেন। ফলে বাধ্য হয়ে থানায় তাঁর বিরুদ্ধে মামলা করেন তিনি।

বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানার ওসি মো. মাসুদ রানা আজকের পত্রিকাকে বলেন, রফিকুল ইসলামের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন ওই নেত্রী। অভিযুক্ত রফিকুল ইসলামকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এ বিষয়ে জানতে অভিযুক্ত রফিকুল ইসলামের মোবাইলে একাধিকবার কল করেও তাঁকে পাওয়া যায়নি। একই সঙ্গে পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগের কয়েকজন নেতার সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার

রান্নার চাল ধোয়ার জন্য নলকূপের পাড়ে গৃহবধূ, মিলল গলাকাটা মরদেহ

দিনে রোদের ছোঁয়া, রাত হলেই বাড়ে শীত—তেঁতুলিয়ায় তাপমাত্রা ৭.৫

ঠান্ডাজনিত রোগে মারা গেল ১৪৯৫ ছাগল

পাঁচবার তফসিল পরিবর্তন, বেরোবিতে নির্বাচন না হলে কেন নাটক: ছাত্রশিবির

ব্রাকসুর সকল কার্যক্রম স্থগিত