হোম > অপরাধ > রংপুর

দুই কিশোরকে ধর্ষণ: গ্রেপ্তার ছাত্রলীগ নেতাকে সংগঠন থেকে অব্যাহতি

কুড়িগ্রাম প্রতিনিধি

স্কুলপড়ুয়া দুই কিশোরকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ইউনিয়ন ছাত্রলীগ নেতা জয়ন্ত কুমার মোহন্তকে সংগঠন থেকে অব্যাহতি দিয়েছে ছাত্রলীগ। উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌকির হাসান তমাল ও সাধারণ সম্পাদক মোছাব্বির রহমান হ্যাভেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাঁকে বহিষ্কার সিদ্ধান্ত জানানো হয়। গতকাল সোমবার রাতে উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌকির হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত থাকায় জয়ন্ত কুমার মোহন্তকে (সহসভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ, ফুলবাড়ী সদর ইউনিয়ন শাখা) বাংলাদেশ ছাত্রলীগ, ফুলবাড়ী উপজেলা শাখা থেকে অব্যাহতি দেওয়া হলো।’ 

এর আগে গতকলা বিকেলে ভুক্তভোগী এক কিশোরের মা ও এক কিশোরের দাদা বাদী হয়ে ছাত্রলীগ নেতা জয়ন্তকে আসামি করে ফুলবাড়ী থানায় মামলা করেন। পরে সন্ধ্যায় জয়ন্তকে গ্রেপ্তার করে পুলিশ। গত রোববার ছাত্রলীগ নেতা জয়ন্ত নিজ বাড়িতে ওই দুই কিশোরকে ভয় দেখিয়ে ধর্ষণ করেন বলে মামলায় উল্লেখ করা হয়। 

অভিযুক্ত জয়ন্ত কুমার মোহন্ত ফুলবাড়ী উপজেলার সদর ইউনিয়নের পূর্ব পানিমাছকুটি গ্রামের বাসিন্দা। গ্রেপ্তারের আগে তিনি তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেন। তিনি ষড়যন্ত্রের শিকার বলে দাবি করেন।

উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌকির হাসান তমাল বলেন, ‘কারও ব্যক্তিগত অভিযোগের দায় সংগঠন নেবে না। জয়ন্তের বিরুদ্ধে মামলা হয়েছে, পুলিশ তাঁকে গ্রেপ্তারও করেছে। এখন সুষ্ঠু তদন্ত হওয়া প্রয়োজন। সাংগঠনিক ব্যবস্থা হিসেবে আমরা তাঁকে দল থেকে অব্যাহতি দিয়েছি।’

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার

রান্নার চাল ধোয়ার জন্য নলকূপের পাড়ে গৃহবধূ, মিলল গলাকাটা মরদেহ

দিনে রোদের ছোঁয়া, রাত হলেই বাড়ে শীত—তেঁতুলিয়ায় তাপমাত্রা ৭.৫

ঠান্ডাজনিত রোগে মারা গেল ১৪৯৫ ছাগল