হোম > অপরাধ > রংপুর

চিরনিদ্রায় শায়িত হলেন বুলবুল, বিচার চাইলেন মা

রংপুর প্রতিনিধি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ছেলে হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন নিহত দন্ত চিকিৎসক আহমেদ মাহী বুলবুলের মা বুলবুলি বেগম। একই সঙ্গে বুলবুলের সন্তানের পড়ালেখার দায়িত্ব সরকারকে নেওয়ারও অনুরোধ জানান তিনি। 

আজ সোমবার দুপুরে বুলবুলের হত্যাকারীদের শাস্তি ও নিহতের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে এসএসসি-৯৭ ব্যাচের আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। 

সংবাদ সম্মেলনে ডা. বুলবুলের সহপাঠী ও এসএসসি ৯৭ ব্যাচের বন্ধুরা বলেন, আহমেদ মাহী বুলবুল একজন সামাজিক ও মানবিক মানুষ ছিলেন। শিশুদের নিয়ে কাজ করতেন। বুলবুল দেশের প্রথম শ্রেণির একজন নাগরিক। তাঁর এই নৃশংস হত্যাকাণ্ডের পেছনে আরও কোনো উদ্দেশ্য আছে কিনা সেটা গুরুত্ব সহকারে খতিয়ে দেখা উচিত। তাঁর মৃত্যুতে দুটি সন্তান, স্ত্রী, মাসহ পরিবারটি এখন অসহায় হয়ে পড়েছে। তাঁর পরিবারকে রাষ্ট্রীয়ভাবে ক্ষতিপূরণ দেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছি। 
 

এর আগে আজ সকালে নিহত বুলবুলের মরদেহ ঢাকা থেকে রংপুরের ভগিবালাপাড়ার নিজ বাড়িতে নিয়ে আসা হয়েছে। বাদ জোহর স্থানীয় রামপুরা জামে মসজিদে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হয়। 

উল্লেখ্য, গতকাল রোববার সকালে রাজধানীর মিরপুর মডেল থানার কাজীপাড়া এলাকায় দুর্বৃত্তদের হামলায় নিহত হন দন্ত চিকিৎসক আহমেদ মাহী বুলবুল। তিনি স্ত্রী ও সন্তানদের নিয়ে শেওড়াপাড়ায় বাসা ভাড়া নিয়ে থাকতেন। বুলবুলের সামী নামে দেড় বছর বয়সী ছেলে ও আয়ন নামে ৬ বছরের মেয়ে রয়েছে। চিকিৎসা পেশার পাশাপাশি তাঁর ঠিকাদারি প্রতিষ্ঠান ছিল। 

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পঞ্চগড়ে চার দিন ধরে ঘন কুয়াশা ও কনকনে শীত

ফুলবাড়ীতে ট্রলির চাপায় সহযোগী নিহত

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

বিশেষ ট্রেনের দাবিতে বিএনপি নেতা-কর্মীদের রেলপথ অবরোধ, ছেড়ে যায়নি লালমনি এক্সপ্রেস

কাউনিয়ায় মহাসড়কে ঝরল দুই কৃষকের প্রাণ

রংপুর-৩ আসনে জি এম কাদেরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

খামার থেকে গরু লুট, আন্তজেলা ডাকাত চক্রের চার সদস্য গ্রেপ্তার

গুলিবিদ্ধ হাদির মৃত্যু: গঙ্গাচড়ায় ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল

ওসমান হাদিকে গুলি মানে জুলাই যোদ্ধাদের ওপর হামলা: আল মামুন