হোম > অপরাধ > রংপুর

চিরনিদ্রায় শায়িত হলেন বুলবুল, বিচার চাইলেন মা

রংপুর প্রতিনিধি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ছেলে হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন নিহত দন্ত চিকিৎসক আহমেদ মাহী বুলবুলের মা বুলবুলি বেগম। একই সঙ্গে বুলবুলের সন্তানের পড়ালেখার দায়িত্ব সরকারকে নেওয়ারও অনুরোধ জানান তিনি। 

আজ সোমবার দুপুরে বুলবুলের হত্যাকারীদের শাস্তি ও নিহতের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে এসএসসি-৯৭ ব্যাচের আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। 

সংবাদ সম্মেলনে ডা. বুলবুলের সহপাঠী ও এসএসসি ৯৭ ব্যাচের বন্ধুরা বলেন, আহমেদ মাহী বুলবুল একজন সামাজিক ও মানবিক মানুষ ছিলেন। শিশুদের নিয়ে কাজ করতেন। বুলবুল দেশের প্রথম শ্রেণির একজন নাগরিক। তাঁর এই নৃশংস হত্যাকাণ্ডের পেছনে আরও কোনো উদ্দেশ্য আছে কিনা সেটা গুরুত্ব সহকারে খতিয়ে দেখা উচিত। তাঁর মৃত্যুতে দুটি সন্তান, স্ত্রী, মাসহ পরিবারটি এখন অসহায় হয়ে পড়েছে। তাঁর পরিবারকে রাষ্ট্রীয়ভাবে ক্ষতিপূরণ দেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছি। 
 

এর আগে আজ সকালে নিহত বুলবুলের মরদেহ ঢাকা থেকে রংপুরের ভগিবালাপাড়ার নিজ বাড়িতে নিয়ে আসা হয়েছে। বাদ জোহর স্থানীয় রামপুরা জামে মসজিদে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হয়। 

উল্লেখ্য, গতকাল রোববার সকালে রাজধানীর মিরপুর মডেল থানার কাজীপাড়া এলাকায় দুর্বৃত্তদের হামলায় নিহত হন দন্ত চিকিৎসক আহমেদ মাহী বুলবুল। তিনি স্ত্রী ও সন্তানদের নিয়ে শেওড়াপাড়ায় বাসা ভাড়া নিয়ে থাকতেন। বুলবুলের সামী নামে দেড় বছর বয়সী ছেলে ও আয়ন নামে ৬ বছরের মেয়ে রয়েছে। চিকিৎসা পেশার পাশাপাশি তাঁর ঠিকাদারি প্রতিষ্ঠান ছিল। 

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার

রান্নার চাল ধোয়ার জন্য নলকূপের পাড়ে গৃহবধূ, মিলল গলাকাটা মরদেহ

দিনে রোদের ছোঁয়া, রাত হলেই বাড়ে শীত—তেঁতুলিয়ায় তাপমাত্রা ৭.৫

ঠান্ডাজনিত রোগে মারা গেল ১৪৯৫ ছাগল

পাঁচবার তফসিল পরিবর্তন, বেরোবিতে নির্বাচন না হলে কেন নাটক: ছাত্রশিবির

ব্রাকসুর সকল কার্যক্রম স্থগিত

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ