হোম > অপরাধ > রংপুর

অটোরিকশা চুরির অভিযোগে মাদক ব্যবসায়ীকে গণপিটুনি

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রাম সদর উপজেলার ব্যাটারিচালিত অটোরিকশা চুরির করে স্থানীয়দের হাতে ধরা পড়ে আসিফ ইকবাল শামীম নামে এক মাদক ব্যবসায়ী গণপিটুনির শিকার হয়েছেন। পরে খবর পেয়ে সদর থানা-পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। গতকাল শুক্রবার রাত ১১টার দিকে সদরের যতিনেরহাট এলাকায় এ ঘটনা ঘটে। 

শামীমের কাছ থেকে চুরি করা অটোরিকশাটি উদ্ধার করা হয়েছে। সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খান মো. শাহরিয়ার এ তথ্য নিশ্চিত করেছেন। 

গ্রেপ্তার মাদক ব্যবসায়ী সদর হাসপাতাল পাড়ার সাইফুল ইসলামের ছেলে। তাঁর বিরুদ্ধে মাদক ও চুরির অভিযোগে ১৬টি মামলা রয়েছে। 

স্থানীয়রা বলছে, শুক্রবার রাত এগারোটার দিকে যতিনের হাট আদর্শ স্কুল মাঠের পাশে সুভাষ চন্দ্র দাসের বাড়ির সামনে থেকে তাঁর ব্যাটারিচালিত অটোরিকশা চুরি করেন শামীম। এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা যতিনেরহাট এলাকায় শামীমকে আটক করে পিটুনি দেয়। পরে পুলিশে খবর দিলে পুলিশ রাতেই শামীমকে গ্রেপ্তার করে। এ সময় চুরি হওয়া অটোরিকশাটি উদ্ধার করা হয়। 

এ বিষয়ে কুড়িগ্রাম সদর থানার ওসি খান মো. শাহরিয়ার বলেন, গ্রেপ্তার শামীম একজন কুখ্যাত মাদক ব্যবসায়ী। তাঁর বিরুদ্ধে সদর থানায় ১৬টি মামলা রয়েছে। অটোরিকশা চুরির ঘটনায় তাঁর বিরুদ্ধে চুরির মামলা দিয়ে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

কোরআন-সুন্নাহবিরোধী আইন করতে দেব না, এটা আমাদের অঙ্গীকার: মির্জা ফখরুল

তীব্র শীতে কাঁপছে মানুষ গুদামে তালাবদ্ধ কম্বল

ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, যুবক নিহত

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পঞ্চগড়ে চার দিন ধরে ঘন কুয়াশা ও কনকনে শীত

ফুলবাড়ীতে ট্রলির চাপায় সহযোগী নিহত

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

বিশেষ ট্রেনের দাবিতে বিএনপি নেতা-কর্মীদের রেলপথ অবরোধ, ছেড়ে যায়নি লালমনি এক্সপ্রেস

কাউনিয়ায় মহাসড়কে ঝরল দুই কৃষকের প্রাণ

রংপুর-৩ আসনে জি এম কাদেরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ