হোম > অপরাধ > রংপুর

অটোরিকশা চুরির অভিযোগে মাদক ব্যবসায়ীকে গণপিটুনি

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রাম সদর উপজেলার ব্যাটারিচালিত অটোরিকশা চুরির করে স্থানীয়দের হাতে ধরা পড়ে আসিফ ইকবাল শামীম নামে এক মাদক ব্যবসায়ী গণপিটুনির শিকার হয়েছেন। পরে খবর পেয়ে সদর থানা-পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। গতকাল শুক্রবার রাত ১১টার দিকে সদরের যতিনেরহাট এলাকায় এ ঘটনা ঘটে। 

শামীমের কাছ থেকে চুরি করা অটোরিকশাটি উদ্ধার করা হয়েছে। সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খান মো. শাহরিয়ার এ তথ্য নিশ্চিত করেছেন। 

গ্রেপ্তার মাদক ব্যবসায়ী সদর হাসপাতাল পাড়ার সাইফুল ইসলামের ছেলে। তাঁর বিরুদ্ধে মাদক ও চুরির অভিযোগে ১৬টি মামলা রয়েছে। 

স্থানীয়রা বলছে, শুক্রবার রাত এগারোটার দিকে যতিনের হাট আদর্শ স্কুল মাঠের পাশে সুভাষ চন্দ্র দাসের বাড়ির সামনে থেকে তাঁর ব্যাটারিচালিত অটোরিকশা চুরি করেন শামীম। এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা যতিনেরহাট এলাকায় শামীমকে আটক করে পিটুনি দেয়। পরে পুলিশে খবর দিলে পুলিশ রাতেই শামীমকে গ্রেপ্তার করে। এ সময় চুরি হওয়া অটোরিকশাটি উদ্ধার করা হয়। 

এ বিষয়ে কুড়িগ্রাম সদর থানার ওসি খান মো. শাহরিয়ার বলেন, গ্রেপ্তার শামীম একজন কুখ্যাত মাদক ব্যবসায়ী। তাঁর বিরুদ্ধে সদর থানায় ১৬টি মামলা রয়েছে। অটোরিকশা চুরির ঘটনায় তাঁর বিরুদ্ধে চুরির মামলা দিয়ে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার

রান্নার চাল ধোয়ার জন্য নলকূপের পাড়ে গৃহবধূ, মিলল গলাকাটা মরদেহ

দিনে রোদের ছোঁয়া, রাত হলেই বাড়ে শীত—তেঁতুলিয়ায় তাপমাত্রা ৭.৫

ঠান্ডাজনিত রোগে মারা গেল ১৪৯৫ ছাগল