হোম > অপরাধ > রংপুর

সরকারি গুদামের ৫০০ বস্তা ইউরিয়া পাচারের সময় ট্রাকসহ যুবক গ্রেপ্তার

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের বিসিআইসি (বাফার) গুদাম থেকে কৃষকের জন্য বরাদ্দ ইউরিয়া সার পাচারকালে ট্রাকসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে জেলার বোচাগঞ্জ উপজেলার দকচাই মোড় থেকে সারবোঝাই ট্রাক ও চোরাকারবারিকে আটক করা হয়।

ওই ট্রাকে ছিল ৫০০ বস্তা ইউরিয়া সার। জব্দকৃত সারের বাজারমূল্য ৬ লাখ ৫০ হাজার টাকা বলে জানা গেছে। অভিযুক্তের নাম মো. সাদেকুল ইসলাম (৩৮)। তিনি বোচাগঞ্জ উপজেলার কেরালগাঁও গ্রামের মো. নুরুল ইসলামের ছেলে।

আজ রোববার জেলা পুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে লিখিত বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে কয়েক ব্যক্তির যোগসাজশে বৈধ কাগজপত্র ছাড়াই একটি ট্রাকে করে বাফার গুদাম থেকে ৫০০ বস্তা ইউরিয়া সার নিয়ে যাওয়া হচ্ছে। যার বাজারমূল্য ৬ লাখ ৫০ হাজার টাকা। পরে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা অভিযান পরিচালনা করেন। কয়েক ঘণ্টার অভিযান শেষে বিকেল সোয়া ৪টায় বোচাগঞ্জ উপজেলার দকচাই মোড় এলাকায় সারবোঝাই ট্রাকসহ সাদেকুল ইসলাম নামের এক ব্যক্তিকে আটক করা হয়। আজ দুপুরে বিশেষ ক্ষমতা আইনে মামলা দিয়ে বিকেলে আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুম বলেন, ‘আটক সাদেকুল ইসলামের ঠাকুরগাঁও জেলায় একটি সারের দোকান আছে বলে জানা গেছে। ধারণা করা হচ্ছে, একটি চক্রের সঙ্গে যোগসাজশে তিনি এই সার পাচার করছিলেন। তাঁর সারের ডিলারশিপ নেই। সাদেকুল প্রাথমিকভাবে কিছু তথ্য দিয়েছেন। তদন্তের প্রয়োজনে তা গোপন রাখা হচ্ছে।’

সমাবেশ থেকে ফেরার পথে দুর্ঘটনা, প্রাণ গেল কর্মীর

‘১০ লাখ দিলেই তুমি সভাপতি’ বেরোবি ছাত্রদলের কমিটি নিয়ে অভিযোগ

‘সেবা বন্ধ থুইয়া মানুষোক জিম্মি করি আন্দোলন করেছে, গরিব মানুষ কোনঠে যাইবে’

স্থগিতাদেশ তুলে ব্রাকসুর নতুন রোডম্যাপ প্রকাশ

একটি শ্রেণি সংস্কার ছাড়াই ক্ষমতায় যেতে ‘ডাবল পাগল’ হয়ে গেছে: রেজাউল করীম

বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী নিহত

পাঁচ দফা দাবিতে রংপুরে সমমনা ৮ দলের বিভাগীয় সমাবেশ আজ, দলে দলে আসছেন নেতা-কর্মীরা

শ্বশুর-জামাইকে পিটিয়ে হত্যায় জড়িতের অভিযোগে যুবক গ্রেপ্তার

নীলফামারীতে গৃহবধূকে ধর্ষণ ও হত্যার দায়ে ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড

স্বামীকে হত্যার দায়ে স্ত্রী ও তাঁর প্রেমিকের যাবজ্জীবন কারাদণ্ড