হোম > অপরাধ > রংপুর

সরকারি গুদামের ৫০০ বস্তা ইউরিয়া পাচারের সময় ট্রাকসহ যুবক গ্রেপ্তার

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের বিসিআইসি (বাফার) গুদাম থেকে কৃষকের জন্য বরাদ্দ ইউরিয়া সার পাচারকালে ট্রাকসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে জেলার বোচাগঞ্জ উপজেলার দকচাই মোড় থেকে সারবোঝাই ট্রাক ও চোরাকারবারিকে আটক করা হয়।

ওই ট্রাকে ছিল ৫০০ বস্তা ইউরিয়া সার। জব্দকৃত সারের বাজারমূল্য ৬ লাখ ৫০ হাজার টাকা বলে জানা গেছে। অভিযুক্তের নাম মো. সাদেকুল ইসলাম (৩৮)। তিনি বোচাগঞ্জ উপজেলার কেরালগাঁও গ্রামের মো. নুরুল ইসলামের ছেলে।

আজ রোববার জেলা পুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে লিখিত বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে কয়েক ব্যক্তির যোগসাজশে বৈধ কাগজপত্র ছাড়াই একটি ট্রাকে করে বাফার গুদাম থেকে ৫০০ বস্তা ইউরিয়া সার নিয়ে যাওয়া হচ্ছে। যার বাজারমূল্য ৬ লাখ ৫০ হাজার টাকা। পরে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা অভিযান পরিচালনা করেন। কয়েক ঘণ্টার অভিযান শেষে বিকেল সোয়া ৪টায় বোচাগঞ্জ উপজেলার দকচাই মোড় এলাকায় সারবোঝাই ট্রাকসহ সাদেকুল ইসলাম নামের এক ব্যক্তিকে আটক করা হয়। আজ দুপুরে বিশেষ ক্ষমতা আইনে মামলা দিয়ে বিকেলে আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুম বলেন, ‘আটক সাদেকুল ইসলামের ঠাকুরগাঁও জেলায় একটি সারের দোকান আছে বলে জানা গেছে। ধারণা করা হচ্ছে, একটি চক্রের সঙ্গে যোগসাজশে তিনি এই সার পাচার করছিলেন। তাঁর সারের ডিলারশিপ নেই। সাদেকুল প্রাথমিকভাবে কিছু তথ্য দিয়েছেন। তদন্তের প্রয়োজনে তা গোপন রাখা হচ্ছে।’

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ