হোম > অপরাধ > রংপুর

সরকারি গুদামের ৫০০ বস্তা ইউরিয়া পাচারের সময় ট্রাকসহ যুবক গ্রেপ্তার

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের বিসিআইসি (বাফার) গুদাম থেকে কৃষকের জন্য বরাদ্দ ইউরিয়া সার পাচারকালে ট্রাকসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে জেলার বোচাগঞ্জ উপজেলার দকচাই মোড় থেকে সারবোঝাই ট্রাক ও চোরাকারবারিকে আটক করা হয়।

ওই ট্রাকে ছিল ৫০০ বস্তা ইউরিয়া সার। জব্দকৃত সারের বাজারমূল্য ৬ লাখ ৫০ হাজার টাকা বলে জানা গেছে। অভিযুক্তের নাম মো. সাদেকুল ইসলাম (৩৮)। তিনি বোচাগঞ্জ উপজেলার কেরালগাঁও গ্রামের মো. নুরুল ইসলামের ছেলে।

আজ রোববার জেলা পুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে লিখিত বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে কয়েক ব্যক্তির যোগসাজশে বৈধ কাগজপত্র ছাড়াই একটি ট্রাকে করে বাফার গুদাম থেকে ৫০০ বস্তা ইউরিয়া সার নিয়ে যাওয়া হচ্ছে। যার বাজারমূল্য ৬ লাখ ৫০ হাজার টাকা। পরে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা অভিযান পরিচালনা করেন। কয়েক ঘণ্টার অভিযান শেষে বিকেল সোয়া ৪টায় বোচাগঞ্জ উপজেলার দকচাই মোড় এলাকায় সারবোঝাই ট্রাকসহ সাদেকুল ইসলাম নামের এক ব্যক্তিকে আটক করা হয়। আজ দুপুরে বিশেষ ক্ষমতা আইনে মামলা দিয়ে বিকেলে আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুম বলেন, ‘আটক সাদেকুল ইসলামের ঠাকুরগাঁও জেলায় একটি সারের দোকান আছে বলে জানা গেছে। ধারণা করা হচ্ছে, একটি চক্রের সঙ্গে যোগসাজশে তিনি এই সার পাচার করছিলেন। তাঁর সারের ডিলারশিপ নেই। সাদেকুল প্রাথমিকভাবে কিছু তথ্য দিয়েছেন। তদন্তের প্রয়োজনে তা গোপন রাখা হচ্ছে।’

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার

রান্নার চাল ধোয়ার জন্য নলকূপের পাড়ে গৃহবধূ, মিলল গলাকাটা মরদেহ

দিনে রোদের ছোঁয়া, রাত হলেই বাড়ে শীত—তেঁতুলিয়ায় তাপমাত্রা ৭.৫

ঠান্ডাজনিত রোগে মারা গেল ১৪৯৫ ছাগল