হোম > অপরাধ > রংপুর

অচেতন করে বালিয়াডাঙ্গী প্রেসক্লাবের সভাপতির বাড়িতে চুরি

বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ভোরের কাগজের উপজেলা প্রতিনিধি এন এম নুরুল ইসলামের বাড়িতে চুরি হয়েছে। খাবারের সঙ্গে চেতনানাশক ওষুধ মিশিয়ে তাঁর বাড়িতে এই চুরি হয়েছে। চোরেরা স্বর্ণালংকারসহ নগদ ৬ লাখ ৭৫ হাজার টাকা নিয়ে গেছে।

গতকাল সোমবার গভীর রাতে বালিয়াডাঙ্গী থানার পাশে ফুলতলা গ্রামে এ ঘটনা ঘটে। অচেতন অবস্থায় বালিয়াডাঙ্গী প্রেসক্লাবের সভাপতি এন এম নুরুল ইসলাম ও তাঁর স্ত্রী রুবা ইসলামকে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। চিকিৎসকেরা বলছেন, প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বিকেলের পর ঘুম কেটে যাবে, তাঁরা বাড়িতে ফিরতে পারবেন।

জানা গেছে, রাতে খাবার শেষে দুধ খাওয়ার পর অতিরিক্ত ঘুম আসা শুরু করে সাংবাদিক নুরুল ইসলাম ও তাঁর পরিবারের লোকজনের। এরপর ঘুমিয়ে পড়লে চোরেরা সবকিছু নিয়ে যায়। তবে মোটরসাইকেলটি নিয়ে যাওয়ার সময় দরজায় লেগে শব্দ করলে তা রেখেই পালিয়ে যায় চোরেরা। সকালে ঘুম থেকে কেউ না ওঠায় প্রতিবেশীরা তাদের হাসপাতালে নিয়ে যায়।

হাসপাতালে চিকিৎসারত অবস্থায় নুরুল ইসলাম বলেন, ‘নতুন বাড়ি নির্মাণের সামগ্রী কেনার জন্য ব্যাংক থেকে ৬ লাখ ৭৫ হাজার টাকা তুলে এনে রেখেছিলাম। আজ মঙ্গলবার মিস্ত্রিদের নিয়ে কেনাকাটা করতাম। চোরেরা সব টাকা এবং স্ত্রীর স্বর্ণালংকার নিয়ে গিয়ে আমাকে নিঃস্ব করেছে।’

বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আনাম বলেন, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সহকারী পুলিশ সুপার তোফাজ্জল হোসেন এবং গোয়েন্দা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করবে বিকেলে। ঘটনাস্থলের বিভিন্ন আলামত সংগ্রহ কাজ চলমান। আমরা চুরি হওয়া মালামাল উদ্ধারের চেষ্টা করছি।’

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার

রান্নার চাল ধোয়ার জন্য নলকূপের পাড়ে গৃহবধূ, মিলল গলাকাটা মরদেহ

দিনে রোদের ছোঁয়া, রাত হলেই বাড়ে শীত—তেঁতুলিয়ায় তাপমাত্রা ৭.৫

ঠান্ডাজনিত রোগে মারা গেল ১৪৯৫ ছাগল

পাঁচবার তফসিল পরিবর্তন, বেরোবিতে নির্বাচন না হলে কেন নাটক: ছাত্রশিবির

ব্রাকসুর সকল কার্যক্রম স্থগিত

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি