হোম > অপরাধ > রংপুর

রংপুরে আনসার আল ইসলামের ১ সদস্য গ্রেপ্তার

প্রতিনিধি

রংপুর সদর (রংপুর): রংপুরে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের এক সক্রিয় সদস্য গ্রেপ্তার হয়েছেন। আজ সোমবার র‍্যাব–১৩ এর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তার ব্যক্তির নাম আবু বক্কর সাকিব (১৯)। আজ বিকেল ৩টায় র‍্যাব-১৩–এর মিডিয়া কর্মকর্তা স্যামুয়েল সাংমা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল রোববার দুপুরে ঢাকার বাবুবাজার এলাকায় অভিযান চালিয়ে আবু বক্করকে গ্রেপ্তার করে রংপুরে নিয়ে আসা হয়। গ্রেপ্তার হওয়া আবু বক্করের বাড়ি চাঁদপুর জেলায়।

র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়, আবু বক্কর দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও টেলিগ্রামের মাধ্যমে ‘নাশকতামূলক জঙ্গি কার্যক্রম’ পরিচালনা করে আসছিল। ফেসবুক, টেলিগ্রামসহ বিভিন্ন অ্যাপ ব্যবহার করে তরুণ ও যুবকদের লক্ষ্য করে জঙ্গি ভাবধারার প্রচার করতেন তিনি। তিনি আনসার আল ইসলামের সক্রিয় সদস্য এবং ঈদ সামনে রেখে সরকারের ভাবমূর্তি বিনষ্টে নাশকতামূলক কার্যক্রমের পরিকল্পনায় লিপ্ত ছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁর কাছ থেকে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য পাওয়া যায় বলে জানায় র‍্যাব।

গ্রেপ্তারের সময় আবু বক্করের কাছ থেকে জঙ্গি প্রচারের কাজে ব্যবহৃত মোবাইল ফোন, সিম, বিভিন্ন উগ্রবাদী বই, সশস্ত্র প্রশিক্ষণের ম্যানুয়াল, জঙ্গি কার্যক্রমে জড়িত অন্য ব্যক্তিদের সঙ্গে যোগাযোগের স্ক্রিনশট ও চ্যানেলের লিংক উদ্ধার করা হয়েছে বলেও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ

ফুলবাড়ীতে অবৈধ বালু পরিবহনের দায়ে ট্রলিচালকের কারাদণ্ড

নীলফামারীর কিশোরগঞ্জে ট্রাক্টরের ফলায় ছিন্নভিন্ন হয়ে যুবকের মৃত্যু

গাইবান্ধা-১: প্রার্থিতা ফিরে পেলেন জামায়াত নেতা মাজেদ