হোম > অপরাধ > রংপুর

তিস্তা থেকে দুই সহোদর বোনের মরদেহ উদ্ধার, বাবা পলাতক

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

গাইবান্ধার সুন্দরগঞ্জে তিস্তা নদীর ধার থেকে দুই বোনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার বিকেল ৪টার দিকে উপজেলার হরিপুর ইউনিয়নের পাড়া সাদুয়ার চর এলাকায় তিস্তা নদীর কোল থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। 

দুই বোন হাসি খাতুন (১২) ও খুশি খাতুন (১৪) ওই ইউনিয়নের কানি চরিতাবাড়ি গ্রামের হামিদুল ইসলামের মেয়ে। 

স্থানীয়রা জানায়, দুপুরে তিস্তা নদীর ধারে দুটি মরদেহ ভেসে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে মরদেহ দুটি উদ্ধার করে। 

এ নিয়ে হরিপুর ইউনিয়নের চেয়ারম্যান নাফিউল ইসলাম সরকার জিমি জানান, হামিদুল প্রায় ১৫ বছর আগে কুড়িগ্রাম জেলার বজরা গ্রামে বিয়ে করেন। তাঁর দুই সন্তান হাসি ও খুশি। তিন বছর আগে হামিদুল স্ত্রীকে তালাক দেন। এরপর থেকে হাসি ও খুশি মায়ের সঙ্গে কুড়িগ্রামে নানার বাড়িতে থাকে। পাঁচ দিন আগে হাসি ও খুশিকে ঈদের জামা কিনে দেওয়ার কথা বলে ডেকে আনেন হামিদুল। তিন দিন বাবার সঙ্গে থাকার পর তাদের আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। 

চেয়ারম্যান আরও বলেন, ‘তালাকপ্রাপ্ত স্ত্রীর সঙ্গে বিরোধের জেরে হামিদুল দুই মেয়েকে হত্যা করে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। প্রতিবেশী ও এলাকাবাসীও এমন সন্দেহ করছে।’ 

সুন্দরগঞ্জ থানার ওসি সরকার ইফতেখারুল মোকাদ্দেম বলেন, ‘ধারণা করা হচ্ছে মরদেহ দুটি দুই-তিন দিন আগের। তবে তারা পানিতে ডুবে মরেছে নাকি হত্যার স্বীকার হয়েছে তা জানতে তদন্ত চলছে।’ 

প্রাথমিকভাবে এটিকে হত্যাকাণ্ড বলেই ধারণা করছে পুলিশ। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে হামিদুল পলাতক।

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার

রান্নার চাল ধোয়ার জন্য নলকূপের পাড়ে গৃহবধূ, মিলল গলাকাটা মরদেহ

দিনে রোদের ছোঁয়া, রাত হলেই বাড়ে শীত—তেঁতুলিয়ায় তাপমাত্রা ৭.৫

ঠান্ডাজনিত রোগে মারা গেল ১৪৯৫ ছাগল