হোম > অপরাধ > রংপুর

২০ মাস পর ‘মৃত ব্যক্তিকে’ কারখানায় কর্মরত পেল পিবিআই

প্রতনিধি, গাইবান্ধা

গাইবান্ধায় অপহরণের পর হত্যা মামলার কথিত ‘মৃত ব্যক্তিকে’ ২০ মাস পর জীবিত উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। আজ শনিবার দুপুরে গাইবান্ধা কার্যালয়ে এ বিষয়ে সংবাদ সম্মেলনে করে পিবিআই। 

সংবাদ সম্মেলনে গাইবান্ধা জেলা পিবিআইয়ের পুলিশ সুপার এআরএম আলিফ জানান, জেলার সুন্দরগঞ্জ উপজেলার ডোমেরহাট ইউনিয়নের সুবর্ণদহ গ্রামের জাহিদুল ইসলামের মেয়ে জান্নাতি বেগমের সঙ্গে পার্শ্ববর্তী নিজপাড়া গ্রামের ওয়াসিম জাহান তৌহিদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে জান্নাতি গর্ভবতী হয়ে পড়লে স্থানীয়দের চাপে তাদের বিয়ে হয়। বিয়ের কিছু দিন পর ওয়াসিম যৌতুক দাবি করলে মেয়েপক্ষ থেকে রাজি না হলে জান্নাতিকে বাবার বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। 

এ ঘটনায় জান্নতি বাদী হয়ে সুন্দরগঞ্জ পারিবারিক আদালতে মামলা করলে ২০১৯ সালের ৮ ডিসেম্বর আত্মগোপনে যান ওয়াসিম। এরপর তাঁর বড় ভাই মানজুমুল হুদা নাহিদ বাদী হয়ে সুন্দরগঞ্জ আদালতে ওয়াসিমের স্ত্রী জান্নাতি ও তাঁর পরিবারের সাত জনের বিরুদ্ধে ওয়াসিমকে অপহরণ করে হত্যা ও গুমের মামলা করেন। 

২০২০ সালের ৩০ জানুয়ারি আদালত মামলার তদন্তভার পিবিআইকে দেয়। দীর্ঘ তদন্ত শেষে গত ১৯ আগস্ট পিবিআইয়ের পুলিশ পরিদর্শক মো. আবদুর রাজ্জাকের নেতৃত্বে পিবিআইয়ের একটি দল গাজীপুর জেলার মোগরখাল এলাকার টিএনজেএড নামের একটি ফ্যাক্টরি থেকে ওয়াসিমকে উদ্ধার করে। ওয়াসিম দীর্ঘদিন থেকে বিভিন্ন পোশাক কারখানায় চাকরি করে আসছিলেন বলে জানায় পিবিআই।

তীব্র শীতে কাঁপছে মানুষ গুদামে তালাবদ্ধ কম্বল

ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, যুবক নিহত

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পঞ্চগড়ে চার দিন ধরে ঘন কুয়াশা ও কনকনে শীত

ফুলবাড়ীতে ট্রলির চাপায় সহযোগী নিহত

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

বিশেষ ট্রেনের দাবিতে বিএনপি নেতা-কর্মীদের রেলপথ অবরোধ, ছেড়ে যায়নি লালমনি এক্সপ্রেস

কাউনিয়ায় মহাসড়কে ঝরল দুই কৃষকের প্রাণ

রংপুর-৩ আসনে জি এম কাদেরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

খামার থেকে গরু লুট, আন্তজেলা ডাকাত চক্রের চার সদস্য গ্রেপ্তার