হোম > অপরাধ > রংপুর

পীরগাছায় অটোচালক হত্যার ঘটনায় ৩ যুবক কারাগারে

পীরগাছা (রংপুর) প্রতিনিধি

রংপুরের পীরগাছায় অটোচালক সাকিব মিয়া হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে পাঁচটি ব্যাটারি উদ্ধার করা হয়েছে।

আজ রোববার সকালে বিষয়টি নিশ্চিত করেন পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমুর রহমান। 

এর আগে গতকাল শনিবার ও গত শুক্রবার রংপুরের মিঠাপুকুর উপজেলার বলদি বাতান এলাকা, ঢাকার আশুলিয়া ও ফরিদপুরের ভাঙা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তাররা হলেন তারেক মিয়া (২১), মো. শামীম মিয়া (২০) ও মো. শাকিল ইসলাম (২৪)।

সংবাদ বিজ্ঞপ্তিতে ওসি জানান, গত ২৩ আগস্ট অটো নিয়ে বের হন সাকিব মিয়া। ওই দিন থেকে তাঁর খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরদিন সাকিবের বড় ভাই আনোয়ার হোসেন মিঠাপুকুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। ওই দিনই পুলিশ উপজেলার ছিড়ারপাড় থেকে ব্যাটারিবিহীন একটি অটো উদ্ধার করে। পরে ১ সেপ্টেম্বর উপজেলার আলাইকুমারী নদী থেকে সাকিবের মরদেহ উদ্ধার করা হয়। তদন্তে পুলিশ ওই তিন ব্যক্তির সম্পৃক্ততার খবর পেয়ে অভিযান চালিয়ে গতকাল পৃথক তিন স্থান থেকে তাঁদের গ্রেপ্তার করে। পাঁচটি অটোর ব্যাটারিও জব্দ করা হয়। গ্রেপ্তর ব্যক্তিরা সাকিব মিয়াকে হত্যার কথা স্বীকার করেন এবং মরদেহ পীরগাছার লোহার সেতু থেকে ফেলে দেওয়ার কথা জানান।

ওসি মাসুমুর রহমান জানান, গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে রংপুর কারাগারে পাঠানো হয়েছে।

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ

ফুলবাড়ীতে অবৈধ বালু পরিবহনের দায়ে ট্রলিচালকের কারাদণ্ড