হোম > অপরাধ > রংপুর

পীরগাছায় অটোচালক হত্যার ঘটনায় ৩ যুবক কারাগারে

পীরগাছা (রংপুর) প্রতিনিধি

রংপুরের পীরগাছায় অটোচালক সাকিব মিয়া হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে পাঁচটি ব্যাটারি উদ্ধার করা হয়েছে।

আজ রোববার সকালে বিষয়টি নিশ্চিত করেন পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমুর রহমান। 

এর আগে গতকাল শনিবার ও গত শুক্রবার রংপুরের মিঠাপুকুর উপজেলার বলদি বাতান এলাকা, ঢাকার আশুলিয়া ও ফরিদপুরের ভাঙা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তাররা হলেন তারেক মিয়া (২১), মো. শামীম মিয়া (২০) ও মো. শাকিল ইসলাম (২৪)।

সংবাদ বিজ্ঞপ্তিতে ওসি জানান, গত ২৩ আগস্ট অটো নিয়ে বের হন সাকিব মিয়া। ওই দিন থেকে তাঁর খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরদিন সাকিবের বড় ভাই আনোয়ার হোসেন মিঠাপুকুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। ওই দিনই পুলিশ উপজেলার ছিড়ারপাড় থেকে ব্যাটারিবিহীন একটি অটো উদ্ধার করে। পরে ১ সেপ্টেম্বর উপজেলার আলাইকুমারী নদী থেকে সাকিবের মরদেহ উদ্ধার করা হয়। তদন্তে পুলিশ ওই তিন ব্যক্তির সম্পৃক্ততার খবর পেয়ে অভিযান চালিয়ে গতকাল পৃথক তিন স্থান থেকে তাঁদের গ্রেপ্তার করে। পাঁচটি অটোর ব্যাটারিও জব্দ করা হয়। গ্রেপ্তর ব্যক্তিরা সাকিব মিয়াকে হত্যার কথা স্বীকার করেন এবং মরদেহ পীরগাছার লোহার সেতু থেকে ফেলে দেওয়ার কথা জানান।

ওসি মাসুমুর রহমান জানান, গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে রংপুর কারাগারে পাঠানো হয়েছে।

রংপুর-৩ আসনে জি এম কাদেরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

খামার থেকে গরু লুট, আন্তজেলা ডাকাত চক্রের চার সদস্য গ্রেপ্তার

গুলিবিদ্ধ হাদির মৃত্যু: গঙ্গাচড়ায় ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল

ওসমান হাদিকে গুলি মানে জুলাই যোদ্ধাদের ওপর হামলা: আল মামুন

গাইবান্ধায় গ্রামীণ ব্যাংকের সামনে থেকে ৪ ককটেল উদ্ধার

গঙ্গাচড়ায় হাত-পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

‘মেডিকেলে চান্স না পেয়ে’ ৩৩ হাজার ভোল্ট বিদ্যুতের তারে শুয়ে শিক্ষার্থীর আত্মহত্যা, দাবি স্বজনদের

পীরগঞ্জে ধানখেত থেকে অটোভ্যানচালকের মরদেহ উদ্ধার

হাদির ওপর গুলির প্রতিবাদে গাইবান্ধায় বিএনপির বিক্ষোভ