হোম > অপরাধ > রাজশাহী

বিদেশ পাঠানোর কথা বলে প্রতারণা, গ্রেপ্তার ২ প্রতারক 

লালপুর (নাটোর) প্রতিনিধি

নাটোরের লালপুরে বিদেশ পাঠানোর কথা বলে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে দায়েরকৃত মামলায় দুজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ মঙ্গলবার আদালতের মাধ্যমে তাঁদের নাটোর জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে গতকাল সোমবার রাতে উপজেলার চংধুপইল ইউনিয়নের শোভ বাজারে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার শোভ গ্রামের মো. হাসান আলীর ছেলে মো. আলতাব হোসেন (৩৭) ও কলাবাড়িয়া গ্রামের মো. এস্কেন্দার আলী প্রামাণিকের ছেলে মো. মুঞ্জু রহমান ওরফে মুঞ্জুরুল ইসলাম (৩৬)। 

ভুক্তভোগী গিয়াস উদ্দিন প্রামাণিকের অভিযোগে (৬০) জানা গেছে, তাঁর ছেলে মো. কিবরিয়া হোসেনকে (৩০) কম্বোডিয়ায় পাঠানোর কথা বলে দেড় লাখ টাকা হাতিয়ে নেন আসামিরা। পরে আসামিদের দেওয়া বিদেশগামী ও চাকরিসংক্রান্ত কাগজপত্র পর্যালোচনা করে বুঝতে পারেন যে সেগুলো সঠিক নয়, ভুয়া। এমনকি গিয়াস উদ্দিন জানতে পারেন, আসামি ওই দুজন এলাকার অনেক লোকজনকে বিদেশে পাঠানোর কথা বলে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। এ ঘটনায় তিনি নিজে বাদী হয়ে লালপুর থানায় প্রতারণার মামলা দায়ের করেছেন। 

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযোগের সত্যতা স্বীকার করেছেন আসামিরা। তাঁরা স্বীকার করেছেন যে, বিদেশে পাঠানোর কথা বলে কৌশলে প্রতারণার মাধ্যমে কম্পিউটারে চাকরিসংক্রান্ত বিভিন্ন ভুয়া কাগজপত্র তৈরি করেন। পরে সেসব কাগজপত্রে ভুয়া সিলমোহর দেওয়া হয়। 

এ বিষয়ে সিপিসি-২, নাটোর ক্যাম্প, র‍্যাব-৫, রাজশাহীর কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন বলেন, গতকাল রাতে শোভ বাজার এলাকায় সহকারী পুলিশ সুপার মো. রফিকুল ইসলামকে সঙ্গে নিয়ে অভিযান চালানো হয়। এ সময় ওই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। 

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোনোয়ারুজ্জামান বলেন, ভুক্তভোগী নিজে বাদী হয়ে লালপুর থানায় প্রতারণার মামলা দায়ের করেছেন। আজ মঙ্গলবার গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে নাটোর জেলহাজতে পাঠানো হয়েছে। 

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ পরিত্যক্ত কার্যালয়

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের

ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রা, পুলিশি বাধায় পণ্ড

আবাদি জমিতে পুকুর খননে বাধা, কৃষককে এক্সকাভেটরের নিচে ফেলে হত্যা

ইউপি সদস্যের কার্যালয়ে আটকে রাখা ব্যক্তির লাশ উদ্ধার, নির্যাতনে মৃত্যুর অভিযোগ

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে পদযাত্রায় পুলিশের বাধা, সড়ক অবরোধ

বৃক্ষরোপণে বদলে যাচ্ছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়