হোম > অপরাধ > রাজশাহী

বগুড়ায় ট্রাকচালককে ছুরিকাঘাতের পর বালিশ চাপা দিয়ে হত্যা, গ্রেপ্তার যুবক

বগুড়া প্রতিনিধি

বগুড়ার শিবগঞ্জে ট্রাকচালক রুবেল মিয়া হত্যার ঘটনায় মিনহাজুল (২৪) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব। 

আজ শুক্রবার দুপুরে র‍্যাব-১২ বগুড়া বিশেষ ক্যাম্পের কোম্পানি কমান্ডার পুলিশ সুপার মীর মনির হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। 

তিনি জানান, গত মঙ্গলবার রাতে শিবগঞ্জ উপজেলার চাউলা পাড়া গ্রামে রুবেল মিয়াকে (৩০) তাঁর নিজ বাড়িতে ছুরিকাঘাত ও শ্বাসরোধ করে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় নিহতের মা জামিলা বেগম অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে শিবগঞ্জ থানার মামলা করেন। গতকাল বৃহস্পতিবার রাত পৌনে ১২টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানা এলাকা থেকে মিনহাজুলকে গ্রেপ্তার করা হয়। তিনি শিবগঞ্জ থানার চাউলাপাড়া গ্রামের বাসিন্দা। 

গ্রেপ্তার মিনহাজুল জিজ্ঞাসাবাদে খুনের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গ্রেপ্তার মিনহাজুল জানান তিনি ও তাঁর আরও এক সহযোগী ঘটনার দিন রাতে রুবেলের বাড়িতে চারটি ইয়াবা নিয়ে যায় এবং তিনজন মিলে ইয়াবা সেবন করেন। এরপর তাঁরা দুজনে মিলে রুবেলকে চাকু দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন এবং মুখে বালিশ চাপা দিয়ে হত্যা নিশ্চিত করেন। তৃতীয় একটি পক্ষ রুবেলকে হত্যার বিনিময়ে মিনহাজুলকে একটি বাড়ি করে দেওয়ার আশ্বাস দিয়েছিলেন। এ কারণে রুবেলকে হত্যা করা হয়। গ্রেপ্তার মিনহাজুলকে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

রাজশাহীতে ওসমান হাদির গায়েবানা জানাজা

প্রথম আলো, ডেইলি স্টারসহ সুশীল সংবাদপত্র অবশ্যই বন্ধ করতে হবে: রাকসু ভিপি

বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর মনোনয়ন ফরম তুললেন দণ্ডিত আসামি, খুঁজে পায় না পুলিশ

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ পরিত্যক্ত কার্যালয়

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের

ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রা, পুলিশি বাধায় পণ্ড

আবাদি জমিতে পুকুর খননে বাধা, কৃষককে এক্সকাভেটরের নিচে ফেলে হত্যা