অধিকৃত পূর্ব জেরুজালেমের এক শরণার্থী শিবিরে অভিযান চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। এ সময় বাড়ির ছাদে দাঁড়িয়ে থাকা এক ফিলিস্তিনি যুবককে গুলি করে হত্যা করেছে তারা। ফিলিস্তিনের কর্মকর্তাদের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা।
আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, নিহত ওই ব্যক্তির নাম সামির আসলান (৪১)। আজ বৃহস্পতিবার কালান্দিয়া শরণার্থী শিবিরে এ ঘটনা ঘটে।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, সামির আসলান বুকে গুলিবিদ্ধ হয়েছেন।
কর্মকর্তাদের বরাতে আল-জাজিরা জানায়, নিহত আসলান আট সন্তানের জনক। শরণার্থী শিবিরে অভিযান চলার সময় তিনি তাঁর পরিবারের অন্য সদস্যদের নিয়ে ছাদে উঠেছিলেন। তাঁর ১৭ বছর বয়সী ছেলে রামজিকে গ্রেপ্তারের ১০ মিনিট পর তাঁকে হত্যা করা হয়।
ওই শরণার্থী শিবিরের কর্মকর্তা জাকারিয়া ফায়ালেহ আল-জাজিরাকে বলেন, ‘সন্তানকে গ্রেপ্তারের পর পরিস্থিতি দেখতে ছাদে উঠেছিল পরিবারটি। তখন ওই পরিবারকে লক্ষ্য করে গুলি চালানো হয়। এ সময় সামির আসলানের বুকে গুলি লাগে। হাসপাতালে নিতেও বাধা দেওয়া হয়। পরে তাঁকে হাসপাতালে নেওয়া হলেও আর বাঁচানো যায়নি।’
স্থানীয় গণমাধ্যম ও বাসিন্দাদের শেয়ার করা ভিডিওতে দেখা যায়, সামির আসলান মাটিতে পড়ে আছে। তাঁকে ঘিরে রয়েছে ইসরায়েলি সেনারা।