হোম > অপরাধ > মধ্যপ্রাচ্য

‘বাড়ির ছাদে দাঁড়িয়ে থাকা’ ফিলিস্তিনি যুবককে গুলি করে হত্যা

অধিকৃত পূর্ব জেরুজালেমের এক শরণার্থী শিবিরে অভিযান চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। এ সময় বাড়ির ছাদে দাঁড়িয়ে থাকা এক ফিলিস্তিনি যুবককে গুলি করে হত্যা করেছে তারা। ফিলিস্তিনের কর্মকর্তাদের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা। 

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, নিহত ওই ব্যক্তির নাম সামির আসলান (৪১)। আজ বৃহস্পতিবার কালান্দিয়া শরণার্থী শিবিরে এ ঘটনা ঘটে। 

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, সামির আসলান বুকে গুলিবিদ্ধ হয়েছেন। 

কর্মকর্তাদের বরাতে আল-জাজিরা জানায়, নিহত আসলান আট সন্তানের জনক। শরণার্থী শিবিরে অভিযান চলার সময় তিনি তাঁর পরিবারের অন্য সদস্যদের নিয়ে ছাদে উঠেছিলেন। তাঁর ১৭ বছর বয়সী ছেলে রামজিকে গ্রেপ্তারের ১০ মিনিট পর তাঁকে হত্যা করা হয়। 

ওই শরণার্থী শিবিরের কর্মকর্তা জাকারিয়া ফায়ালেহ আল-জাজিরাকে বলেন, ‘সন্তানকে গ্রেপ্তারের পর পরিস্থিতি দেখতে ছাদে উঠেছিল পরিবারটি। তখন ওই পরিবারকে লক্ষ্য করে গুলি চালানো হয়। এ সময় সামির আসলানের বুকে গুলি লাগে। হাসপাতালে নিতেও বাধা দেওয়া হয়। পরে তাঁকে হাসপাতালে নেওয়া হলেও আর বাঁচানো যায়নি।’ 

স্থানীয় গণমাধ্যম ও বাসিন্দাদের শেয়ার করা ভিডিওতে দেখা যায়, সামির আসলান মাটিতে পড়ে আছে। তাঁকে ঘিরে রয়েছে ইসরায়েলি সেনারা।

ধ্বংসস্তূপের মধ্যেই গাজার ইসলামিক ইউনিভার্সিটিতে পাঠদান শুরু

ইসরায়েলি সেটেলারদের আগ্রাসন ঠেকাতে ফিলিস্তিনি গ্রামে মানবঢাল একদল স্বেচ্ছাসেবক

সিরিয়ায় একযোগে ৭০ স্থানে যুক্তরাষ্ট্রের বিমান হামলা

সমুদ্র উপকূলে পাওয়া গ্যাস বিক্রি করে গাজা পুনর্গঠনের পরিকল্পনা যুক্তরাষ্ট্র–আরব আমিরাত ও ইসরায়েলের

আরব বসন্তে ক্ষমতাচ্যুত একনায়কেরা এখন কোথায় কেমন আছেন

পশ্চিম তীরে এক বছরে ১৫০০ বাড়ি ভেঙেছে ইসরায়েল, ভাঙবে আরও ২৫টি

বৃষ্টি, বন্যা আর আবর্জনা: গাজাবাসীর অন্তহীন শীতের রাতের দুঃসহ বেদনা

গাজায় হামলা চালিয়ে হামাসের শীর্ষ কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের

সিরিয়ায় আইএসের হামলায় দুই মার্কিন সেনা এবং এক দোভাষী নিহত

এবার ডিজেলবাহী ট্যাংকার জব্দ করল ইরান, বাংলাদেশিসহ ১৮ ক্রু আটক