হোম > অপরাধ > মধ্যপ্রাচ্য

‘বাড়ির ছাদে দাঁড়িয়ে থাকা’ ফিলিস্তিনি যুবককে গুলি করে হত্যা

অধিকৃত পূর্ব জেরুজালেমের এক শরণার্থী শিবিরে অভিযান চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। এ সময় বাড়ির ছাদে দাঁড়িয়ে থাকা এক ফিলিস্তিনি যুবককে গুলি করে হত্যা করেছে তারা। ফিলিস্তিনের কর্মকর্তাদের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা। 

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, নিহত ওই ব্যক্তির নাম সামির আসলান (৪১)। আজ বৃহস্পতিবার কালান্দিয়া শরণার্থী শিবিরে এ ঘটনা ঘটে। 

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, সামির আসলান বুকে গুলিবিদ্ধ হয়েছেন। 

কর্মকর্তাদের বরাতে আল-জাজিরা জানায়, নিহত আসলান আট সন্তানের জনক। শরণার্থী শিবিরে অভিযান চলার সময় তিনি তাঁর পরিবারের অন্য সদস্যদের নিয়ে ছাদে উঠেছিলেন। তাঁর ১৭ বছর বয়সী ছেলে রামজিকে গ্রেপ্তারের ১০ মিনিট পর তাঁকে হত্যা করা হয়। 

ওই শরণার্থী শিবিরের কর্মকর্তা জাকারিয়া ফায়ালেহ আল-জাজিরাকে বলেন, ‘সন্তানকে গ্রেপ্তারের পর পরিস্থিতি দেখতে ছাদে উঠেছিল পরিবারটি। তখন ওই পরিবারকে লক্ষ্য করে গুলি চালানো হয়। এ সময় সামির আসলানের বুকে গুলি লাগে। হাসপাতালে নিতেও বাধা দেওয়া হয়। পরে তাঁকে হাসপাতালে নেওয়া হলেও আর বাঁচানো যায়নি।’ 

স্থানীয় গণমাধ্যম ও বাসিন্দাদের শেয়ার করা ভিডিওতে দেখা যায়, সামির আসলান মাটিতে পড়ে আছে। তাঁকে ঘিরে রয়েছে ইসরায়েলি সেনারা।

গাজায় ধ্বংসস্তূপের মাঝেই বড়দিনের আনন্দ খুঁজছে ক্ষুদ্র খ্রিষ্টান সম্প্রদায়

শানলিউরফা: নবীদের যে নগরে মিলেছে তিন ধর্মের মানুষ

৭ অক্টোবরের দায় এড়াতে ফন্দি খোঁজার দায়িত্ব দিয়েছিলেন নেতানিয়াহু: সাবেক মুখপাত্র

মসজিদে নববির মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমান আর নেই

ইসরায়েল আর ‘কখনোই গাজা ত্যাগ করবে না’

তুরস্কে বিমান বিধ্বস্ত হয়ে লিবিয়ার ‘জাতীয় ঐক্যের সরকারের’ সেনাপ্রধান নিহত

গাজায় ৭৩ দিনে ইসরায়েলি হত্যাকাণ্ডের শিকার ৪১১ ফিলিস্তিনি, যুদ্ধবিরতি লঙ্ঘন ৮৭৫ বার

যুদ্ধের মধ্যেই গাজায় দুবার সন্তান প্রসবের ভয়াবহ স্মৃতি হাদিলের

আসাদের খালি হয়ে যাওয়া কুখ্যাত কারাগারগুলো ভরে উঠছে আবার

কুকুর লেলিয়ে পুরুষ ফিলিস্তিনিকে ধর্ষণ—বিবিসির প্রতিবেদনে ইসরায়েলি কারাগারে নির্যাতনের চিত্র