ফিলিস্তিনের পশ্চিম তীরে বন্দুকধারীর হামলায় ইসরায়েলি দুই বোন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তাঁদের মা। ইসরায়েলের সামরিক বাহিনী ও চিকিৎসকেরা যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসিকে এ তথ্য জানিয়েছে।
জর্ডান উপত্যকায় হামরার বসতির কাছে একটি কার গাড়িতে হতাহতরা ছিলেন। গুলিবিদ্ধ হওয়ার পর গাড়িটি বিধ্বস্ত হয়।
ম্যাগেন ডেভিড অ্যাডম নামের অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে, নিহত দুই বোনের বয়স ছিল ২০ বছর বা তাঁর বেশি। তাঁরা ঘটনাস্থলেই মারা যান। তাঁদের ৪৫ বছর বয়সী মাকে আহতাবস্থায় উদ্ধার করা হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক। তাঁকে হেলিকপ্টারে করে হাসপাতালে নেওয়া হয়েছে।
এদিকে ইসরাইলের সামরিক বাহিনী সন্ত্রাসীদের তাড়া শুরু করেছে বলে জানা গেছে। প্রথমে এটিকে ইসরায়েলি ও ফিলিস্তিনি গাড়ির মধ্যে সংঘর্ষ বলে ধরা হয়েছিল। কিন্তু পরে ইসরায়েলি সৈন্যরা ঘটনাস্থলে পৌঁছালে ইসরায়েলি গাড়িতে বেশ কয়েকটি গুলির ছিদ্র দেখতে পান।
এ ঘটনার পর ইসরায়েলি পুলিশ কমিশনার কোবি শাবতাই দেশটির আগ্নেয়াস্ত্রের লাইসেন্সধারী নাগরিকদের অস্ত্র সঙ্গে রাখার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ‘হত্যার উদ্দেশ্যই এ হামলা করা হয়েছে। এটি আমাদের স্মরণ করিয়ে দেয় বিভিন্ন ধরনের সন্ত্রাসী হুমকি কতটা প্রাসঙ্গিক।’
চলতি বছরের শুরু থেকেই ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে সহিংসতা তীব্র হয়েছে। ইসরায়েলি বাহিনীর হাতে ৯০ জনেরও বেশি ফিলিস্তিনি জঙ্গি ও বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। অপরদিকে ফিলিস্তিনিদের হামলায় ১৭ জন ইসরায়েলি নিহত হয়েছেন। এদের মধ্য একজন আধাসামরিক পুলিশ অফিসার ছাড়া সবাই বেসামরিক নাগরিক।