হোম > অপরাধ > খুলনা

খুলনায় ব্যবসায়ী মিলন হত্যা মামলায় এক আসামি কারাগারে

ফুলতলা (খুলনা) প্রতিনিধি

খুলনার ফুলতলায় ব্যবসায়ী মিলন ফকির হত্যা মামলায় হাবিব মোল্লাকে (৪৫) আজ শুক্রবার কারাগারে পাঠানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে আটক হাবিবকে ফুলতলা থানায় হস্তান্তর করে। পরে তাঁকে মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

এর আগে গত বুধবার রাত ১২টার দিকে খুলনার ডুমুরিয়া উপজেলার শাহাপুর এলাকা থেকে হাবিবকে আটক করা হয়। তিনি ফুলতলার তাজপুর গ্রামের বাসিন্দা। 

র‍্যাব-৬-এর উপপরিচালক মো. আনোয়ারুল ইসলাম বলেন, গত ৩০ জানুয়ারি ভোরে ফজরের নামাজ শেষে হাঁটতে বের হন ফুলতলার আলকা পূর্বপাড়া গ্রামের মিলন ফকির। নাশতা শেষে তিনি স্থানীয় ‘মা টেলিকম অ্যান্ড কনফেকশনারী’ দোকানের সামনে দাঁড়িয়ে এক স্কুলশিক্ষকের সঙ্গে কথা বলছিলেন। সকাল ৮টার দিকে একটি মোটরসাইকেলে অজ্ঞাতনামা দুই যুবক দোকানের সামনে এসে মিলনকে লক্ষ্য করে গুলি চালান। এতে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়।

আনোয়ারুল ইসলাম বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের স্ত্রী রাসিদা বেগম ৩০ জানুয়ারি বাদী হয়ে অজ্ঞাত আসামি করে ফুলতলা থানায় হত্যা মামলা করেন।

রাসিদা বেগম বলেন, ‘ভৈরব নদের সিকিরহাট ও রানাগাতী ঘাটের ইজারা নিতে মিলন ফকির দরপত্র সংগ্রহ করেন। ফুলতলার তাজপুর গ্রামের সবেক ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আলমগীর হোসেন মোল্লা, বর্তমান সদস্য ফারুক মোল্লা, হাবিব মোল্লা ও লিটন ফকির ঘাটের ইজারা নিতে বারণ করতে কল দিতেন। এই হত্যাকাণ্ডের সঙ্গে তাঁরাই জড়িত বলে ধারণা করা হচ্ছে।’

মামলার তদন্তকারী কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. নিজাম উদ্দিন মোল্লা বলেন, গ্রেপ্তার হাবিবকে শুক্রবার দুপুরে কারাগারে পাঠানো হয়েছে।

জামায়াতের কৃষ্ণের চ্যালেঞ্জ অনেক

প্রতিবেশীর বাড়ি থেকে শিশুর মরদেহ উদ্ধার: হত্যাকারীর ফাঁসির দাবিতে সড়ক অবরোধ

‘আদালতে হাজিরা দিতে এসে লাশ হয়ে ফিরলে কার কাছে বিচার চাইব’

খুলনায় জোড়া খুন: আসামিদের ভয়ে সন্ত্রস্ত পরিবার, পুলিশের মামলা অজ্ঞাতনামাদের বিরুদ্ধে

পূর্ব সুন্দরবনে অভয়ারণ্যের খালে মাছ ধরার অভিযোগে ১০ জেলে গ্রেপ্তার

গল্লামারী সেতুর নির্মাণকাজ দ্রুত সম্পন্নের দাবিতে ১ ঘণ্টা ‘অচল কর্মসূচি’

খুলনায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

খুলনায় জোড়া হত্যা: বিলুপ্ত ‘ইহুদি’ বাহিনীর সদস্য আটক

ক্ষমতায় না গিয়েও অনেকে প্রশাসনিক ক্যুর চেষ্টা করছে: জামায়াত আমির

রাষ্ট্রদ্রোহ মামলায় খুলনা বারের সাবেক সভাপতি কারাগারে