হোম > অপরাধ > খুলনা

খুলনায় ব্যবসায়ী মিলন হত্যা মামলায় এক আসামি কারাগারে

ফুলতলা (খুলনা) প্রতিনিধি

খুলনার ফুলতলায় ব্যবসায়ী মিলন ফকির হত্যা মামলায় হাবিব মোল্লাকে (৪৫) আজ শুক্রবার কারাগারে পাঠানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে আটক হাবিবকে ফুলতলা থানায় হস্তান্তর করে। পরে তাঁকে মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

এর আগে গত বুধবার রাত ১২টার দিকে খুলনার ডুমুরিয়া উপজেলার শাহাপুর এলাকা থেকে হাবিবকে আটক করা হয়। তিনি ফুলতলার তাজপুর গ্রামের বাসিন্দা। 

র‍্যাব-৬-এর উপপরিচালক মো. আনোয়ারুল ইসলাম বলেন, গত ৩০ জানুয়ারি ভোরে ফজরের নামাজ শেষে হাঁটতে বের হন ফুলতলার আলকা পূর্বপাড়া গ্রামের মিলন ফকির। নাশতা শেষে তিনি স্থানীয় ‘মা টেলিকম অ্যান্ড কনফেকশনারী’ দোকানের সামনে দাঁড়িয়ে এক স্কুলশিক্ষকের সঙ্গে কথা বলছিলেন। সকাল ৮টার দিকে একটি মোটরসাইকেলে অজ্ঞাতনামা দুই যুবক দোকানের সামনে এসে মিলনকে লক্ষ্য করে গুলি চালান। এতে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়।

আনোয়ারুল ইসলাম বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের স্ত্রী রাসিদা বেগম ৩০ জানুয়ারি বাদী হয়ে অজ্ঞাত আসামি করে ফুলতলা থানায় হত্যা মামলা করেন।

রাসিদা বেগম বলেন, ‘ভৈরব নদের সিকিরহাট ও রানাগাতী ঘাটের ইজারা নিতে মিলন ফকির দরপত্র সংগ্রহ করেন। ফুলতলার তাজপুর গ্রামের সবেক ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আলমগীর হোসেন মোল্লা, বর্তমান সদস্য ফারুক মোল্লা, হাবিব মোল্লা ও লিটন ফকির ঘাটের ইজারা নিতে বারণ করতে কল দিতেন। এই হত্যাকাণ্ডের সঙ্গে তাঁরাই জড়িত বলে ধারণা করা হচ্ছে।’

মামলার তদন্তকারী কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. নিজাম উদ্দিন মোল্লা বলেন, গ্রেপ্তার হাবিবকে শুক্রবার দুপুরে কারাগারে পাঠানো হয়েছে।

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভয়ংকর চেহারায় আহত বাঘটির গর্জন, সুস্থ হতে ২ মাস লাগবে: বন বিভাগ

সুন্দরবনের পর্যটনবাহী নৌযানমালিকদের ধর্মঘট প্রত্যাহার

সুন্দরবনের কচিখালীতে হরিণসহ শিকারি আটক

খুলনা নিউমার্কেট এলাকায় অস্ত্রের মহড়া, ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক

সুন্দরবনের সেই বাঘ একটু হাঁটাচলা করেছে, খাবার না খেলেও পানি পান করেছে

সুন্দরবনে পর্যটকবাহী নৌযান ধর্মঘট, বিপাকে ঘুরতে আসা দর্শনার্থীরা

যশোরে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

সুন্দরবনে মাসুম বাহিনীর ৬ সদস্য আটক, উদ্ধার হওয়া পর্যটকেরা সুস্থ