হোম > অপরাধ > খুলনা

মসজিদ থেকে বের হতেই আ. লীগ নেতাকে গুলি করে হত্যা

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনার দিঘলিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাকির হত্যা মামলার আসামি আওয়ামী লীগ নেতা শেখ আনসার আলীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শুক্রবার জুমার নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার পর দুর্বৃত্তরা তাঁকে গুলি করে হত্যা করে। 

পুলিশ জানায়, নিহত শেখ আনসার আলী দিঘলিয়া উপজেলার আওয়ামী লীগের সাবেক সাংস্কৃতিক সম্পাদক। তিনি দীর্ঘদিন নগরীর খানজাহান আলী থানার শিরোমনি এলাকায় বসবাস করতেন। খুলনার দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউপি চেয়ারম্যান জাকির হত্যা মামলার তিনি আসামি।

নগরীর খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ওসি বলেন, জুমার নামাজ শেষে বাড়ি ফিরছিল আনসার আলী। এ সময় নগরীর খানজাহান আলী থানাধীন শিরোমনি এলাকার লিন্ডা ক্লিনিকের সামনে দুর্বৃত্তরা তাঁকে পর পর তিনটি গুলি করে পালিয়ে যায়।

ওসি আরও জানান, দুর্বৃত্তরা আনসার আলীকে গুলি করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। তাঁর শরীরে পরপর তিনটি গুলি করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।

ক্ষমতায় না গিয়েও অনেকে প্রশাসনিক ক্যুর চেষ্টা করছে: জামায়াত আমির

রাষ্ট্রদ্রোহ মামলায় খুলনা বারের সাবেক সভাপতি কারাগারে

পরপর দুই বিসিএসে সুপারিশপ্রাপ্ত ইরা: স্বপ্ন, পরিশ্রম আর পরিবারের অনুপ্রেরণার ফসল

খুলনায় ভাড়াটে খুনি-আতঙ্ক

খুলনায় যুবককে লক্ষ্য করে গুলি

নিখোঁজের ৪ দিন পর কপোতাক্ষ নদে মিলল যুবকের লাশ

খুলনায় জোড়া খুনে ‘গ্রেনেড বাবু’র সম্পৃক্ততা খতিয়ে দেখছে পুলিশ

যশোরে ৫০টি গুলি, ৫ বিদেশি পিস্তলসহ যুবক আটক

খুলনায় আদালতের সামনে দুজনকে গুলি করে হত্যা

খুলনায় নারী পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার