সুপ্রিম কোর্টে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনের অনুষ্ঠানে কাফনের কাপড় ও ধারালো ছুরিসহ গ্রেপ্তার শহিদুজ্জামান ওরফে রাজিবকে কারাগারে পাঠানো হয়েছে। আজ রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরাফাতুল রাকিব কারাগারে পাঠানোর এই নির্দেশ দেন।
দুপুরের পর শহিদুজ্জামানকে আদালতে হাজির করে শাহবাগ থানার পুলিশ। তদন্ত কর্মকর্তা তাকে কারাগারে আটক রাখার আবেদন জানান। অন্যদিকে তাঁর পক্ষে আইনজীবী জামিনের আবেদন করেন। আদালত শুনানি শেষে জামিন নামঞ্জুর করেন।
উল্লেখ্য, গত ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে দোয়া মাহফিলের আয়োজন করেছিল বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ। সেখানে অংশ নিয়েছিলেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, সুপ্রিম কোর্ট বারের সভাপতি-সম্পাদকসহ আইনজীবীরা। পরে সেখান থেকে পাঁচ যুবককে কাফনের কাপড়, ছুরিসহ আটক করা হয়।
ওই দিন সন্ধ্যায় শাহবাগ থানার পুলিশের কাছে সোপর্দ করা হয় তাঁদের। জিজ্ঞাসাবাদ শেষে চারজনকে ছেড়ে দেওয়া হয়। শহীদুজ্জামানের কাছ থেকে কাফনের কাপড় ও ধারালো ছুরি উদ্ধার হয় বিধায় তাঁর বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির এক কর্মকর্তা। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে আদালতে পাঠানো হয়।